আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

কাজের দাবিতে ডিভিসি সাব স্টেশন গেটের সামনে তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

সৌমিত্র গাঙ্গুলী
কাজের দাবিতে ডি.ভি.সি সাব স্টেশন গেটের সামনে স্থানীয়দের তৃণমূল কংগ্রেসের ঝান্ডা নিয়ে বিক্ষোভ প্রদর্শন।
বিক্ষোভ কারীদের অভিযোগ ডি.ভি.সি সাব স্টেশনে জি. ই ইলেকট্রিক্যাল নামক প্রাইভেট কোম্পানি গত ৮মাস ধরে ইলেকট্রিক্যাল মেনটেনেন্স ও সুইচইয়ার্ড নির্মাণের কাজ করছেন।
কোম্পানি কর্তৃপক্ষের উপর অভিযোগ তারা একজন স্থানীয় ব্যাক্তিকে কাজ দেয়নি কিন্তু বহিরাগত মজদুর এনে কাজ করানো হচ্ছে।

এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের যুব নেতা বিজয় সিং বলেন কোম্পানি কর্তৃপক্ষ কে সর্বপ্রথম স্থানীয় বেকার যুবকদের কাজ দিতে হবে।এই দাবি নিয়ে আমরা আজ
ডি.ভি.সি সাব স্টেশন গেটের সামনে বিক্ষোভ প্রদর্শন করি,
বিক্ষোভের খবর পেয়ে জি. ই ইলেকট্রিক্যাল নামক প্রাইভেট কোম্পানির কর্তৃপক্ষ আমাদের সঙ্গে কথা বলেন,এবং আশ্বাস দেন আগামী মঙ্গলবার দিনে সমস্ত দাবিদাবা নিয়ে একটি বৈঠক করা হবে।

তারপর আমাদের তরফে কোম্পানি কর্তৃপক্ষকে জানানো হয় যতক্ষণ আমাদের দাবি মঞ্জুর না করা হয় ততক্ষণ পর্যন্ত কোম্পানির কাজ বন্ধ রাখতে হবে।
এই বিক্ষোভ প্রদর্শনে উপস্থিত ছিলেন অনুজ সিং,রাম মিশ্র,
সানোজ সিং,ধর্মেন্দ্র রায়,উমাপদ মির্ধা,চিন্টু সিং সহ আরো অনেকে।

 

See also  ঠান্ডা পানীয় খাইয়ে মহিলাকে ধর্ষণ করে অশ্লিল ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট - গ্রেপ্তার শিক্ষক

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি