আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

১০০ দিনের কাজে দুর্নীতি সংক্রান্ত পোস্টার মারা নিয়ে তৃণমূল ও বিজেপির সংঘর্ষ – আহত ৫ গ্রেপ্তার ২

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now
বাবু সিদ্ধান্ত ( বর্ধমান ) :- ১০০ দিনের কাজে দুর্নীতির অভিযোগ এনে পোস্টার মারা নিয়ে ঘটলো তৃণমূল ও বিজেপির সংঘর্ষের ঘটনা। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের কাটোয়ার পলসোনা পঞ্চায়েতের কোয়ারা গ্রামে । সংঘর্ষে উভয় পক্ষের পাঁচ জন আহত হয়েছেন ।এই ঘটনার জরে উত্তপ্ত হয়ে রয়েছে কোয়ারা গ্রাম । পরিস্থিতি মোকাবিলায় এলাকায় জারি রয়েছে পুলিশী টহল ।
পুলিশ জানিয়েছে, সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার অভিযোগে সূর্যদেব ঘোষ ও সুদীপ চন্দ্র নামে দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে । সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে শুক্রবার দুই ধৃতকে পেশ করে কাটোয়া মহকুমা আদালতে । বিচারক ধৃতদের জেল হেপাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন ।
কাটোয়া ২ ব্লকের পলসোনা পঞ্চায়েতের প্রত্যন্ত গ্রাম কোয়ারা । ১০০ দিনের কাজে দুর্নীতি অভিযোগ এনে এই গ্রামের বিজেপি সমর্থকরা পলসোনা পঞ্চায়েতের বিরুদ্ধে সরব হন। তারা গত সোমবার কোয়ারা গ্রামের বিভিন্ন দেওয়ালে দুর্নীতি সংক্রান্ত পোস্টারা সাঁটিয়ে দেন । আর তা নিয়ে এলাকার শাসক দলের নেতা কর্মীদের সঙ্গে বিজেপি কর্মীদের সংঘাত চরমে ওঠে ।গ্রামে পাল্টা পোস্টার সাঁটিয়ে দিয়ে বিজেপির বিরুদ্ধে শুর চড়ায় শাসক দলের লোকজন । এইসব নিয়ে গ্রামে রাজনৈতিক উত্তেজনা বাড়তে থাকে । বৃহস্পতিবার রাতে তা সংঘর্ষের চেহারা নেয় ।
কাটোয়ার ৪৪ নম্বর জেটপির বিজেপি যুব মোর্চার সভাপতি শুভেন্দু বন্দ্যোপাধ্যায় বলেন,
১০০ দিনের কাজে দুর্নীতি তুলে ধরে এলাকায় যে পোস্টার মারা হয় তা মেনে নিতে পারে নি
শাসক দলের কর্মীরা।তার বদলা নিতে বৃহস্পতিবার রাতে তৃণমূল নেতা রাণা চক্রবর্তীর নেতৃত্বে তৃণমূল কর্মীরা কোয়ারা গ্রামের ষষ্ঠিতলা নিবাসী বিজেপি যুব মোর্চার সদস্য অনিদীপ মিস্ত্রির বাড়িতে চড়াও হয় । তাকে বাড়ি থেকে ষষ্ঠিতলা মোড়ে তুলে নিয়ে গিয়ে তৃণমূল কর্মীরা ব্যাপক মারধোর শুরু করে । এই খবর পেয়ে দলের কর্মীকে উদ্ধারের জন্য সেখানে পৌছায় কোয়ার গ্রামের বিজেপির অন্য নেতা ও সদস্যরা ।
শুভেন্দু বাবু অভিযোগে বলেন ,অনিদীপকে উদ্ধারে যাওয়া বিজেপি কার্যকর্তা সূর্যদেব ঘোষ এবং দুই কর্মী চন্দন ঘোষাল ও সুদীপ চন্দ্রকেও সেখানে মারধোর করে তৃণমূল কর্মীরা । অনিদীপকে কোনরকমে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় । তারই মধ্যে পুলিশ ঘটনাস্থলে পৌছায় । হামলাকারী তৃণমূল কর্মীদের বিরুদ্ধে কোন ব্যবস্থা না নিয়ে উল্টে পুলিশ বিজেপি কার্যকর্তা সূর্যদেব ঘোষ সহ দলের দুই সদস্য চন্দন ঘোষাল ও সুদীপ চন্দ্রকে ধরে থানায় নিয়ে যায় । মিথ্যা মামলায় ফাঁসিয়ে তাদের পুলিশ গ্রেপ্তার করেছে । শুধু তাই নয় , অনিদীপের পরিবারের সুরক্ষার ব্যবস্থা না পুলিশ জোরপূর্ব অনিদীপের বাড়িথেকে তাঁর মোটর বাইটি তুলে নিয়েগেছে বলে বিজেপির যুবনেতা শুভেন্দু বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন ।
যদিও কাটোয়া ২ নম্বর ব্লক তৃণমূল সভাপতি
সুব্রত মজুমদার বিজেপি নেতার তোলা অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন । পাল্টা অভিযোগে তিনি বলেন ,সিপিএমের দুস্কৃতিরা বিজেপিতে ঢুকে এখন লাল বিজেপি বনে গিয়েছে । তারা নানা অছিলায় কোয়ারা গ্রাম সহ পলসোনা পঞ্চায়েত এলাকা অশান্ত করছে । বৃহস্পতিবার রাতে তারাই এলাকার পঞ্চায়েত সদস্য রাণা চক্রবর্তী সহ তৃণমূলের বেশ কয়েকজনকে মারধোর করেছে । রাণা চক্রবর্তীকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে ।পুলিশ আইনানুগ ব্যবস্থা নিয়েছে । সুব্রত বাবু এদিন স্পষ্ট জানিয়ে দেন ,
সাংগাঠনিক ভাবেই বিজেপির সন্ত্রাসের মোকাবিলা করা হবে ।
See also  আউসগ্রামের মৃতদেহ উদ্ধারের ঘটনায় বিহার থেকে গ্রেপ্তার ২

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি