আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

গোপডাল গ্রামে ৫০০ পরিবারের হাতে চারা প্রদান করে অভিনবভাবে পালিত হল প্রধানমন্ত্রীর জন্মদিন

krishna Saha

Updated :

WhatsApp Channel Join Now

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৫তম জন্মদিন পালন করাহল এক অভিনব উপায়ে, ৫০০ টি পরিবারের হাতে সেগুন ও মেহগনি গাছের চারা প্রদান এবং মিষ্টি বিতরণ এর মধ্যে দিয়ে দেওয়া হল এক অভিনব বার্তা – প্রত্যেক পরিবারের সদস্যরা যেন তাঁদের মায়ের নামে গাছটি রোপন করে , এই বার্তার মধ্য দিয়ে পালন করা হল সেবা পক্ষকাল কর্মসূচি। যাতে মানুষের প্রকৃতির প্রতি দায়িত্ববোধ ভালো ভাবে গড়ে ওঠে এবং পরিবেশ রক্ষার বার্তা যেন চারিদিকে ছড়িয়ে দেয় ।

গোপডাল গ্রামের বুথ ১০১

গ্রহগ্রাম অঞ্চলের গোপডাল গ্রামের বুথ ১০১-এ এর উদ্যোগে এই কর্ম সূচি সম্পূর্ণ করা হয়েছে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার ভাইস প্রেসিডেন্ট হরে কৃষ্ণ মণ্ডল মহাশয় , খণ্ডঘোষ মণ্ডল-১ মণ্ডল সভাপতি কানন মাঝি মহাশয় , প্রাক্তন সভাপতি রসরাজ পোদ্দার মহাশয় এবং গোপডাল বুথ কমিটির সদস্যরা সকলেই একসঙ্গে প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে, গাছ লাগানোর মাধ্যমে আগামী প্রজন্মের জন্য সবুজ ভবিষ্যৎ গড়ার শপথ নেন।

এই কর্মসূচি খণ্ডঘোষ মণ্ডল-১ – সভাপতি কানন মাঝি মহাশয় জানান আমাদের এই কর্মসূচি ১৭ সেপ্টেম্বর তারিখে প্রাকৃতিক দুর্যোগের জন্য পালন করতে পারিনি তাই আজ ১৯ সেপ্টেম্বর এই কর্মসূচি পালন করছি। এছাড়াও তিনি প্রেসের মুখোমুখি হয়ে রাজ্যবাসিকে আগাম দূর্গা পূজার শুভেচ্ছা জানান ও তিনি বলেন যে মা দুর্গের কাছে পার্থনা করবো এ বছর যেন রাজ্যে শান্তি পূর্ণ ভাবে ভোট হয়। এই ভোট আমাদের বাঁচা জেতার লড়াই। আমরা সর্বোচ্ছ ক্ষমতা দিয়া লড়াই করার জন্য প্রস্তুত আছি।

See also  রায়না থানায় ডেপুটেশন জমা

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি