আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

রায়দীঘি জেটিঘাটের কাছে ডুবলো ট্রলার, ক্ষতি প্রায় ১৫ লক্ষ টাকা

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

কৃষকসেতু,উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,রায়দীঘি : ভয়াবহ ট্রলার ডুবি এবার রায়দীঘিতে।জেঠির গায়ে ধাক্কা খেয়ে রায়দিঘিতে ডুবলো মৎস্যজীবীদের ট্রলার।বরাতজোড়ে কেবিনের ভিতরে থাকা মাঝি ও সরকারি মাঝি প্রাণে বেঁচে গেল। দক্ষিণ ২৪ পরগণার সুন্দরবনের রায়দিঘিতে সোমবার ভোর তিনটে নাগাদ মনি নদীতে ডুবে গেল একটি মৎস্য জীবি ট্রলার।

মা অন্নপূর্ণা নামে এই ট্রলারটি ইলিশ ধরা জাল, বরফ, ও ৪০০০ লিটার ডিজেল তেল নিয়ে তৈরি হয়ে ছিল বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়ার উদ্দেশ্যে।ট্রলারটি এসে যখন রায়দিঘি জেটিতে নঙ্গর করছিল, ঠিক সেই সময়ে সিমেন্টের জেটি থেকে বেরিয়ে থাকা দুটি মোটা লোহার রড ট্রলারের পাতাটুনিতে ঢুকে গিয়ে এক সাইট ফেঁসে যায়।

সঙ্গে সঙ্গে ট্রলারের মধ্যে জল ডুবতে থাকে। রাত তিনটে নাগাদ মনি নদীর তীরের কাছাকাছি রায়দিঘী জেঠির পাশে তারপরেই ডুবে গেল ট্রলারটি। ক্ষতির পরিমাণ প্রায় ১৫ লক্ষাধিক টাকার।ট্রলারটি নদী থেকে তোলার চেষ্টা চলছে।তবে জেটিঘাটে এই ভাবে বিপদজনক ভাবে লোহার রড কেন বার করে রাখা হয়েছিল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

See also  স্কুটি আরোহীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা লরির ধাক্কায় মৃত্যু ২ পথচারীর , জখম ২

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি