নিজস্ব প্রতিনিধি, মন্তেশ্বর: বুধবার রাতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যু হলো এক যুবকের। ঘটনাটি ঘটেছে মন্তেশ্বর বিধানসভার অন্তর্গত সাতগেছিয়ায়। স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের অন্ধকারে হঠাৎ একটি জোরালো শব্দ শোনা যায়। পরে স্থানীয়রা গিয়ে দেখতে পান দুই যুবক রক্তাক্ত অবস্থায় রাস্তার পাশে ছিটকে পড়ে আছে। সঙ্গে সঙ্গেই তাঁদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
চিকিৎসকরা এক যুবককে মৃত ঘোষণা করেন। মৃতের নাম প্রদীপ মান্ডি (২৮), বাড়ি কালনার হাসানহাটিতে। অন্য আহত যুবকের নাম বিশ্বজিৎ রায়, বাড়ি মেমারির মনোহরডাঙ্গা। তাঁকে প্রাথমিক চিকিৎসার পর বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

স্থানীয় সূত্রে অনুমান, নতুন মোটরবাইক নিয়ে ট্রায়াল দিতে গিয়েই এই দুর্ঘটনা ঘটে। ঠিক কীভাবে দুর্ঘটনাটি ঘটলো তা এখনো পরিষ্কার নয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।