কৃষ্ণ সাহা (রায়না):- একটুর জন্য ফের বড়সড় দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল রায়না ১ব্লকের শ্যামসুন্দর থানা মোড় এলাকার বেশ কয়েকটি দোকান মালিক। এদিন সকালে বর্ধমানের দিক থেকে শ্যামসুন্দর এর দিকে আসার সময় একটি ট্রেলারের উপর থেকে কন্টেনার নিয়ন্ত্রণ রাখতে না পেরে উল্টে যায় রাস্তার উপর।
একটি দাঁড়িয়ে থাকা টোটোর উপর পড়ে কন্টেনার টি। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বেহাল রাস্তার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। অবিলম্বে রাস্তার মেরামতের কাজ সম্পূর্ণ না হলে এই ধরনের দুর্ঘটনা ঘটতেই থাকবে। দীর্ঘদিন ধরে এই রাস্তার হাল নিয়ে এমনিতেই আতংকের মধ্যে রয়েছে এলাকাবাসী।
দুর্ঘটনার পর রায়না থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। দুর্ঘটনায় হতাহতের কোনো খবর নেই।