বর্ধমান আরামবাগ রোডের ওপর টোটো এবং বাইকের মুখোমুখি সংঘর্ষ। মিরেপোতা বাজার সংলগ্ন ইন্দুটি ঢালে ঘটেছে এই দুর্ঘটনা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে,এক বাইক আরোহী সহ দুজন মহিলা বাইকে চেপে বর্ধমান থেকে আরামবাগের দিকে যাচ্ছিলেন। তিনজনের মাথাতেই ছিল না কোনো রকম হেলমেট।সরকারের পক্ষ থেকে সেফ ড্রাইভ সেভ লাইফ নিয়ে বারবার প্রচার করা হলেও সেই নিয়ে যে কিছু লোকের খুব একটা মাথা ব্যাথা নেই তা বোঝাই যায়।
আরামবাগের দিক থেকে বর্ধমানের দিকে আসছিল একটি টোটো। হঠাৎ করেই এই বাইকটি গিয়ে সজোরে টোটো টিকে ধাক্কা মারে। যদিও ওই বাইক আরোহী কিংবা টোটো চালকের খুব বেশি ক্ষয়ক্ষতি হয়নি। শুধুমাত্র বাইকে থাকা তিনজনের মধ্যে জনৈক মহিলার পায়ে চোট লেগেছে। তবে সেই চোট খুব বেশি গুরুতর নয়। স্থানীয় মানুষজন তাকে চিকিৎসার জন্য ডাক্তারের কাছে নিয়ে যান। এমনটাই জানালেন প্রত্যক্ষদর্শী কাজী মঈদুল ইসলাম। এদিনের এই দুর্ঘটনা কে কেন্দ্র করে এলাকাজুড়ে বাসিন্দাদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে।