আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

ইন্দাসে টোটো দুর্ঘটনা, সিকদারি গ্রামে অল্পের জন্য বড় বিপদ থেকে রক্ষা পেলেন যাত্রীরা

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

বাঁকুড়া: বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের ইন্দাস-সামড়োঘাট রাস্তায় ঘটল টোটো দুর্ঘটনা। সোমবার দুপুরে সিকদারি গ্রামের কাছে একটি টোটো হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সোজা একটি কৃষিজমির মধ্যে নেমে যায়। হঠাৎ ঘটে যাওয়া এই ঘটনায় টোটোর যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। তবে সৌভাগ্যক্রমে বড় কোনো বিপদ ঘটেনি। কয়েকজন যাত্রীর সামান্য আঘাত লেগেছে বলে জানা গিয়েছে।

ঘটনার পর স্থানীয় মানুষজন ছুটে এসে আহতদের দ্রুত উদ্ধার করেন। প্রত্যক্ষদর্শীদের সহায়তায় আহতদের ইন্দাস হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, যাত্রীদের আঘাত গুরুতর নয় এবং সকলেই এখন আশঙ্কামুক্ত। চিকিৎসার পর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন তাঁরা।

স্থানীয় সূত্রে খবর, ওই টোটোটি ইন্দাস থেকে সামড়োঘাটের দিকে যাচ্ছিল। মাঝপথে চালক হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। দুর্ঘটনার সঠিক কারণ নিয়ে তদন্ত চলছে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটি বা অতিরিক্ত গতি দুর্ঘটনার কারণ হতে পারে।

এলাকাবাসীর বক্তব্য, ইন্দাস-সামড়োঘাট রাস্তাটি দীর্ঘদিন ধরেই দুর্ঘটনাপ্রবণ। রাস্তায় আলোর ব্যবস্থা ও ট্রাফিক নিয়ম মানা না হওয়ায় এ ধরনের দুর্ঘটনা প্রায়শই ঘটছে। তাঁরা প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন।

প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। একইসাথে টোটো চালকদের ট্রাফিক নিয়ম মেনে চলার জন্য বিশেষ প্রচার চালানো হবে।

See also  নারদ মামলায় সিবিআইয়ের হাতে রাজ্যের মন্ত্রী ও বিধায়কদের গ্রেপ্তারির প্রতিবাদে পুড়লো মোদি ও ধনখড়ের কুশপুতুল

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি