16 সেপ্টেম্বর 2021 :-
১। টাইম ম্যাগাজিনের তালিকায় নরেন্দ্র মোদী, মমতা বন্দ্যোপাধ্যায়:
টাইম ম্যাগাজিনের ১০০ জন প্রভাবশালীর তালিকায় নাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তালিকায় রয়েছেন সিরাম ইনস্টিটিউটের কর্ণধার আদর পুনাওয়ালা-ও
২। টেলিকম ক্ষেত্রে বিদেশি বিনিয়োগ:
টেলিকম ক্ষেত্রে এ বার সরকারের অনুমোদন ছাড়াই ১০০ শতাংশ প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগে ছাড়পত্র কেন্দ্রের। সেই সঙ্গে বড়সড় স্বস্তি আর্থিক ভারে জর্জরিত টেলিকম সংস্থাগুলির। তাদের চার বছরের মোরাটোরিয়াম প্রদানে অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা
৩। বিজেপি প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ:
ভবানীপুর উপনির্বাচনে বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালার বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ। মনোনয়নের আগে বেআইনি জমায়েতের অভিযোগে নোটিস নির্বাচন কমিশনের
৪। বঙ্গে করোনা বিধিনিষেধের মেয়াদ বাড়ল:
বঙ্গে করোনা বিধিনিষেধের মেয়াদ আরও ১৫ দিন বাড়ল। আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত জারি বিধিনিষেধ। চলবে না লোকাল ট্রেন, খুলছে না স্কুল-কলেজ
৫। পরীক্ষায় পাশ করতে না পারার আশঙ্কায় আত্মঘাতী:
ফের নিট পরীক্ষায় পাশ করতে না পারার আশঙ্কায় আত্মঘাতী তামিলনাড়ুর ১৭ বছরের পড়ুয়া। এই নিয়ে তৃতীয় পড়ুয়ার আত্মহত্যা। মেডিক্যালের এই প্রবেশিকা তুলে দিতে ইতিমধ্যেই বিল পাশ করেছে তামিলনাড়ু, মেলেনি রাষ্ট্রপতির অনুমোদন
৬। জেইই পরীক্ষার ফলপ্রকাশ:
জেইই মেন পরীক্ষার ফলপ্রকাশ। প্রথম স্থানে ১৮ জন থাকলেও, নেই পশ্চিমবঙ্গের কোনও পরীক্ষার্থী
৭। গুরুদ্বারে শ্রদ্ধা নিবেদন মুখ্যমন্ত্রীর:
ভবানীপুরের গুরুদ্বারে শ্রদ্ধা নিবেদন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। জানালেন, কৃষক আন্দোলনের প্রতি তাঁর পূর্ণ সমর্থন রয়েছে
৮। সোনু সুদের অফিসে আয়কর হানা:
মু্ম্বই ও লখনৌয়ে অভিনেতা সোনু সুদের অফিসে আয়কর দপ্তরের হানা। করফাঁকির অভিযোগ রয়েছে বলে সূত্রের দাবি
৯। কেন্দ্রকে তোপ রঘুরাম রাজনের:
করোনার টিকাবণ্টনে প্রথমে ভালো পারফরম্যান্স দেখাতে পারেনি বলে কেন্দ্রকে দেশদ্রোহী বলবেন?’ ইনফোসিস প্রশ্নে গেরুয়া শিবিরকে তথা কেন্দ্রকে তোপ রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর রঘুরাম রাজনের
১০। ভারতীয় বংশোদ্ভূত আফগানকে অপহরণ তালিবানের:
কাবুলে ৫০ বছরের ভারতীয় বংশোদ্ভূত আফগানকে বন্দুক ঠেকিয়ে অপহরণ তালিবানের, জানালেন অকালি নেতা মনজিন্দর সিরসা
আজকেরদিন :-
আজকের দিনটি নিয়ে দুটো তথ্য শেয়ার করি। প্রথমটি জন্মগ্রহণ সংক্রান্ত।১৯১৬ সালে আজকের দিনে শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী এমএস শুভলক্ষ্মী জন্মগ্রহণ করেন তামিলনাড়ুতে। ১৯৭৪ সালে পান রামন ম্যাগসেসে পুরস্কার, ১৯৯৮-তে ভারতরত্ন সম্মান।
দ্বিতীয় ইনফোটি প্রয়াণ সংক্রান্ত। ১৯৩২ সালে আজকের দিনে ব্রিটিশ চিকিৎসক রোনাল্ড রস প্রয়াত হন ইংল্যান্ডে৷ ম্যালেরিয়া রোগ নিয়ে গবেষণার জন্য তিনি ১৯০২ সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন৷
শেয়ার মার্কেটের খবর :-
এ বার আসি শেয়ার মার্কেটের খবরে। গতকাল সেনসেক্স ৪৭৬.১১ পয়েন্ট বেড়ে ৫৮৭২৩.২০ পয়েন্টে বন্ধ হয়েছে। Nifty 50 বন্ধ হয়েছে ১৭৫১৯.৪৫ পয়েন্টে।
আবহাওয়ারখবর :-
জেনে নেওয়া যাক ওয়েদার কেমন থাকবে। বুধবার কলকাতার সর্বাধিক তাপমাত্রা ছিল ৩১.২ ডিগ্রি সেলসিয়াস। আজ বৃহস্পতিবারসর্বাধিক তাপমাত্রা ৩১ ডিগ্রির আশপাশে থাকতে পারে।আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। বজ্রবিদ্যুৎসহ ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আজকেরউদ্ধৃতি :-
বিশ্বে দুট শক্তি রয়েছে, এগুলো হচ্ছে অসি ও মন। কিন্তু পরিণামে এ দুয়ের দ্বন্দ্বে মনের কাছে অসি শেষ পর্যন্ত পর্যদুস্ত হয় । কথাটি বলেছেন ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট