আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

কৃষকসেতু নিউজ একনজরে

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

১। ‘ম্যানমেড বন্যা’, অভিযোগ মমতার:
বর্ষা নয়, ম্যানমেড বন্যা— আমতায় বন্যা পরিস্থিতি খতিয়ে দেখে মন্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। হাঁটুজলে দাঁড়িয়ে কথা বললেন দুর্গতদের সঙ্গেও। মোদীকে ফোনে ডিভিসির নামে নালিশ মুখ্যমন্ত্রীর। মানতে নারাজ ডিভিসি। শুক্রবার পর্যন্ত টানা বৃষ্টির পূর্বাভাস। বন্যায় মৃতদের জন্য ২ লক্ষ ও আহতদের জন্য ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ ঘোষণা প্রধানমন্ত্রীর দপ্তরের।

২। বাংলায় ভিড় নিয়ন্ত্রণের পরামর্শ কেন্দ্রের:
উৎসবমুখর বাংলায় ভিড় নিয়ন্ত্রণের পরামর্শ কেন্দ্রের। পুজোর ভিড়ে ছড়াতে পারে করোনা, রাজ্যকে সতর্ক করলেন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ।

৩। কুস্তির ফাইনালে রবি কুমার:
অলিম্পিক্সে কুস্তির ফাইনালে রবি কুমার, টোকিয়োতে ভারতের আরও একটি পদক নিশ্চিত। জ্যাভলিনের ফাইনালে নীরজ চোপড়া। সেমিফাইনালে হারলেও ব্রোঞ্জের আশা জিইয়ে রাখলেন কুস্তিগির দীপক পুনিয়া। ব্রোঞ্জই পেলেন লভলিনা। রানি রামপালদের ব্রোঞ্জ জয়ের সুযোগ, বাধা কেবল গত বারের সোনাজয়ী গ্রেট ব্রিটেন।

৪। সাসপেন্ড ৬ তৃণমূল সাংসদ:
এক ধাক্কায় সাসপেন্ড তৃণমূলের ছয় সাংসদ, মুলতুবি রাজ্যসভা, তৃণমূলের বিরুদ্ধে সভা বানচালের অভিযোগ। প্রতিবাদে সরকারকে ‘অহঙ্কারী’ বলে একযোগে বিবৃতি দিয়ে পাল্টা আক্রমণ ১৪টি বিরোধী দলের।

৫। টেস্টের প্রথম দিনে চালকের আসনে ভারত:
বুমরা, সামিদের দাপটে ট্রেন্ট ব্রিজে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম দিনে চালকের আসনে ভারত।

৬।নাবালিকার ধর্ষণে উত্তপ্ত দিল্লি, বিতর্কে রাহুল:
নাবালিকা ধর্ষণে উত্তপ্ত দিল্লি। তুমুল বিক্ষোভের মাঝেই নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা কেজরিওয়ালের, ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণের ঘোষণা। সোশ্যাল মিডিয়ায় দিল্লির নির্যাতিতার বাবা-মায়ের ছবি পোস্ট করে বিপাকে রাহুল গান্ধী।

৭। বিজেপি নেতা খুনে অভিযুক্তের মৃতদেহ তিহারে:
তিহার জেলের মধ্যেই উদ্ধার বিজেপি নেতা খুনে অভিযুক্তের মৃতদেহ, পিটিয়ে মারার অভিযোগ। ৮টি খুন-সহ ২২ মামলায় অভিযুক্ত ছিল মৃত গ্যাংস্টার।

৮। সংসদে শপথ জহরের:
সংসদে বাঙালিয়ানা নিয়ে হাজির জহর সরকার, ধুতি-পাঞ্জাবি পরে বাংলায় শপথ নিলেন রাজ্যসভার নতুন সাংসদ।

৯। অভিষেকের গাড়িতে খুনের উদ্দেশ্যে হামলার অভিযোগ:
খুনের উদ্দেশ্যেই হামলা অভিষেকের গাড়িতে, ত্রিপুরা পুলিশের ডিজি-কে চিঠি তৃণমূলের।

See also  ‘মে ’ মাসে বিদ্যালয়ে মিড-ডে-মিল দেওয়া বন্ধ রাখার জন্যে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানালো হেডমাস্টার্স অ্যাসোসিয়েশন

আজকের দিন :-
আজকের দিনটি নিয়ে দুটো তথ্য শেয়ার করি। প্রথমটি জন্মদিন সংক্রান্ত। ১৯৩০ সালে আজকের দিনে মহাকাশচারী নিল আর্মস্ট্রং জন্মগ্রহণ করেন মার্কিন যুক্তরাষ্ট্রে। প্রচলিত তথ্য অনুসারে, তিনিই প্রথম মানুষ হিসাবে চাঁদে পা রাখেন। সঙ্গে ছিলেন এডুইন অলড্রিন ও মাইকেল কলিন্স।

দ্বিতীয় ইনফোটি ভারত-পাকিস্তান যুদ্ধ সংক্রান্ত। ১৯৬৫ সালে আজকের দিনে পাকিস্তানি সেনা লাইন অফ কন্ট্রোল বা এলওসি পেরিয়ে ভারতে প্রবেশ করে৷ ফলে ভারত-পাকিস্তান যুদ্ধের সূত্রপাত হয়৷ সেপ্টেম্বর পর্যন্ত এই যুদ্ধ চলেছিল৷

শেয়ার মার্কেটের খবর :-
এ বার আসি শেয়ার মার্কেটের খবরে। গতকাল সেনসেক্স ৫৪৬.৪১ পয়েন্ট বেড়ে ৫৪৩৬৯.৭৭ পয়েন্টে বন্ধ হয়েছে। nifty 50 বন্ধ হয়েছে ১৬২৫৮.৮০ পয়েন্টে।

আবহাওয়ার খবর :-
জেনে নেওয়া যাক ওয়েদার কেমন থাকবে। বুধবার কলকাতার সর্বাধিক তাপমাত্রা ছিল ৩০.১ ডিগ্রি সেলসিয়াস। আজ, বৃহস্পতিবার সর্বাধিক তাপমাত্রা ৩২ ডিগ্রির আশপাশে থাকতে পারে। আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আজকের উদ্ধৃতি :-
জীবন যতই কঠিন মনে হোক না কেন, এই কঠিন পরিস্থিতিতে থেকেও তুমি কিছু না কিছু করতেই পারো। শুধু তা-ই নয়, এর মধ্যে থেকে সাফল্যের মুখও দেখতে পারো। কথাটি বলেছেন স্টিফেন হকিং।

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি