আজকের রাশিফল ( ৭ ই আগস্ট ) :-
লিখেছেন পূর্ব ভারতের একমাত্র সামুদ্রিক জ্যোতিষী ও বাস্তুবিদ শ্রী দেব সমুদ
মেষ :- মিশ্র দিন। আয় যোগ শুভ। চাকুরি ক্ষেত্রে নিরপক্ষ থাকুন। বাণিজ্যে মিশ্র ফল। প্রেমে অশান্তি।
বৃষ :- মিশ্র দিন। আয় যোগ মধ্যম। চাকুরি ক্ষেত্রে মত বিরোধ। বাণিজ্যে শুভ। প্রেমে মানসিক উদ্বেগ, মিশ্র ফল।
মিথুন :- মিশ্র দিন। আয় যোগ চলনসই। চাকুরি ক্ষেত্রে বেফাঁস কথা বলবেন না। বাণিজ্যে মিশ্র প্রভাব। প্রেমে সঙ্গীর থেকে আঘাত পাবেন।
কর্কট :- সমস্যময় দিন। আয় যোগ চলনসই। চাকুরি ক্ষেত্রে বাধা। বানিজ্যে আজ কোনও অর্থ বিনিয়োগ না করা ভালো। প্রেমে বিচ্ছেদ।
সিংহ :- ভালো দিন। আয় যোগ ভালো। চাকুরি ক্ষেত্রে সুনাম। বাণিজ্যে সাধারণ সমস্যা থাকবে। প্রেমে মাথা ঠান্ডা রাখুন।
কন্যা :- মিশ্র দিন। আয় যোগ মধ্যম। চাকুরি ক্ষেত্রে মাথা ঠান্ডা রাখুন। বাণিজ্যে মিশ্র ফল। প্রেমে সাত বার ভেবে সিদ্ধান্ত নিন।
তুলা :- শুভ দিন। আয় যোগ ভালো। চাকুরি ক্ষেত্রে স্থিতিশীলতা বজায় থাকবে। বাণিজ্যে কোনও সমস্যা নেই। প্রেমের দিন।
বৃশ্চিক :- মিশ্র দিন। আয় যোগ চলনসই। চাকুরি ক্ষেত্রে অপ্রত্যাশিত ঝামেলা। বাণিজ্যে সমস্যা। প্রেমে বাধা।
ধনু :- সমস্যাময় দিন। আজ দুঘর্টনার আশঙ্কা। ব্যয় যোগ অধিক। সাবধানে থাকুন।
মকর :- মিশ্র দিন। আয় যোগ মধ্যম। চাকুরি ক্ষেত্রে সমস্যা হতে পারে। বাণিজ্যে আজ কোনও রকম বিনিয়োগ করবেন না। ভালো থাকবে না শরীর। প্রেমে মিশ্র ফল।
কুম্ভ :- মিশ্র দিন। আয় যোগ চলনসই। চাকুরি ক্ষেত্রে সমস্যা থাকলেও ক্ষতি হবে না। বাণিজ্যে শুভ নয় এ দিন। ভালো থাকবে না শরীর। প্রেমে সমস্যা।
মীন :- মিশ্র দিন। আয় যোগ মন্দ নয়। চাকুরি ক্ষেত্রে সমস্যা হতে পারে। বাণিজ্যে শুভ। ভালো থাকবে না শরীর। প্রেমে মিশ্র প্রভাব।