আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

আজকের রাশিফল

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

আজকের রাশিফল ( ৫ ই আগস্ট , ২০২১ ) :-

রাশিফল লিখেছেন , পূর্ব ভারতের একমাত্র সামুদ্রিক জ্যোতিষী ও বাস্তুবিদ ” দেবসমুদ্র”

মেষ :- মিশ্র দিন। কাজের জন বাইরে যেতে হতে পারে। আয়ের থেকে ব্যয় বেশী। ব্যাবসায়ীদের মুনাফা আশা করা যায়। শরীর ভালো যাবেনা। অপ্রত্যাশিত প্রেম প্রস্তাব পেতে পারেন।

বৃষ :- দিনটি মিশ্র। বাণিজ্যে সমস্যা হতে পারে।বিতর্ক এড়িয়ে চলুন। আয় ও ব্যয়ের সামঞ্জস্য থাকবে। মানসিক উদ্বেগ বৃদ্ধি পেতে পারে।

মিথুন :- দিনটি মধ্যম। প্রেমে ভুল বোঝাবুঝি। কর্মক্ষেত্রে সমস্যা। আয় যোগ ভালো। চলাফেরায় সতর্কতা প্রয়োজন।

কর্কট :- প্রেমের দিন। আয় ভাগ্য ভালো। ব্যাবসা ক্ষেত্রে সমস্যা নেই। চাকরী ক্ষেত্রে সামান্য সমস্যা হতে পারে। শরীর ভালো যাবে না আজ।

সিংহ :- শুভ দিন। আয় ভালো।ব্যবসায়ে সফলতা। যেকোন সিদ্ধান্ত নেবার আগে ভাবুন।

কন্যা :- মিশ্র দিন। শরীর সাথ দেবেনা।কর্মক্ষেত্রে অনুকূল পরিবেশ। আয় যোগ আছে। সাবধানে চলাফেরা করুন। দূর্ঘটনা যোগ আছে।

তুলা :- মিশ্র দিন। আয় ব্যয় দুই ই সমান্তরাল। কর্মক্ষেত্রে সমস্যা নেই। শরীরি সমস্যা হবে।

বৃশ্চিক :- দিনটি সমস্যাময়। কর্মক্ষেত্রে স্থিতিশীল। আর্থিক চিন্তা। মানসিক ও শারীরিক ভাবে সমস্যা থাকবে। সংসারে অশান্তি হতে পারে।

ধনু :- দিনটি সমস্যাময়। কর্মক্ষেত্রে সমস্যা। আয়ের থেকে ব্যয় বেশী। সঞ্চয়ে ভাটা। শরীর নিয়ে সতর্ক থাকুন।

মকর :- শুভ দিন। আর্থিক ভাবে আপনার দিন। আয় ভালো। সঞ্চয় ভালো হবে। সামান্য শরীরি সমস্যা হতে পারে। যানবাহন কেনার পরিকল্পনা।

কুম্ভ :- মিশ্র দিন। আয় ভালো। ব্যবসাতে সফলতা। প্রেমের দিন । সঞ্চয় বাড়বে। শরীরি সমস্যা হতে পারে।

মীন :- মিশ্র দিন। ব্যবসায়ী দের কোন সমস্যা নেই। চাকরিক্ষেত্রে সমস্যা হতে পারে। শরীর, মন ভালো যাবে না। প্রেমে সমস্যা। ঝামেলা এড়িয়ে চলুন

See also  ভড়া কেটালে হাওড়া ও হুগলির মধ্যবর্তী বাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ অঞ্চল

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি