আগামী ২০ সেপ্টেম্বর কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে রায়না বিধানসভার তৃণমূল কংগ্রেস সদস্যরা প্রতিবাদ আন্দোলনে নামতে চলেছে। সেই উদ্দেশ্যে বিধায়ক নেপাল ঘোড়ইয়ের তত্ত্বাবধানে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন নতুন,যুব সহ সকল সদস্যদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হলো। আজকের এই বৈঠক অনুষ্ঠিত হয় রায়না দু নম্বর ব্লকের দলীয় কার্যালয়ে। প্রধান উপপ্রধান থেকে শুরু করে ব্লক কমিটি পঞ্চায়েত সমিতির সভাপতি সহ প্রশাসনিক কর্মকর্তাদের নিয়ে আজকের বৈঠক অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় সরকার এর বিমাতৃসুলভ আচরণের প্রতিবাদে বাইক মিছিল করা হবে বলে জানিয়েছেন তৃণমূল কংগ্রেস সভাপতি অসীম পাল। আজকের এই বৈঠকে উপস্থিত ছিলেন রায়নার বিধায়ক নেপাল ঘোড়ুই , পঞ্চায়েত সমিতির সভাপতি পার্বতী ধাড়া মালিক, জেলা কমিটির সভাপতি আনসার আলী খান, যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি জুলফিকার আলী খান, মাদারের সভাপতি অসীম পাল, সহকারি সভাপতি সৈয়দ কলিমুদ্দিন, প্রধান উপপ্রধান এবং জেলা পরিষদের মেম্বার অরুণ রায়,