সঞ্জীব মল্লিক , বাঁকুড়া : জনজোয়ারে ভেসে বাঁকুড়া জেলাশাসকের দপ্তরে মনোনয়নপত্র জমা দিতে জেলাশাসকের দপ্তরে এলেন চিত্রাভিনেত্রী ও তৃণমূল প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জী। বুধবার দুপুরে শহরের লালবাজার হিন্দু স্কুল মাঠ থেকে মিছিল শুরু হয়। মিছিলে সঙ্গে একটি হুডখোলা গাড়িতে চেপে রাস্তার দু’পাশে জড়ো হওয়া মানুষকে হাত নাড়তে জেলাশাসকের দপ্তরের সামনে পৌঁছান এই টলি অভিনেত্রী অধুনা রাজনীতির রঙ্গমঞ্চে নাম লেখানো সায়ন্তিকা ব্যানার্জী। পুরো সময় তাঁর সঙ্গে ছিলেন তৃণমূলের শ্রমিক সংগঠনের নেত্রী ও বাঁকুড়া পৌরসভার ‘প্রশাসক’ অলকা সেন মজুমদার।
মঙ্গলবার দুপুরে বাঁকুড়া শহরে পা রাখার পর তৃণমূল সমর্থকদের পাশাপাশি অসংখ্য সাধারণ মানুষ ঘিরে রেখেছেন জনপ্রিয় এই চিত্রাভিনেত্রীকে। কিন্তু এর প্রভাব কতোটা পড়বে ইভিএমে? টিভি বা সিনেমার পর্দায় দেখা এই অভিনেত্রীকে নিজেদের চর্মচক্ষে দেখতেই এই ভীড়? নাকি এর প্রভাব পড়বে ভোটেই। এই মুহূর্তে উত্তর নেই কারো কাছেই। উত্তর মিলবে ২ মে দুপুর নাগাদ।