মানুষ ভোট দিতে পারলে কলকাতা কার্পোরেশন নির্বাচনে তৃণমূল-বিজেপি আউট হয়ে যাবে। রবিবার সন্ধেতে পানিহাটিতে শহীদদের স্মরণ সভায় হাজির হয়ে এমনটাই দাবি করলেন সিপিআইএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী। প্রসঙ্গত, সত্তরের দশকে তৎকালীন গুন্ডা বাহিনীর হাতে শহীদ হয়েছিলেন বামপন্থী আন্দোলনের ২১ জন সৈনিক।
সত্তর দশকের সেই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এদিন হাজির ছিলেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী, দুলাল চক্রবর্তী, প্রাক্তন পুরপ্রধান চারণ চক্রবর্তী, তানিয়া চক্রবর্তী, মানিক পাল, শুভব্রত চক্রবর্তী-সহ অন্যান্য নেতৃবৃন্দ। ত্রিপুরার ফলাফল নিয়ে সিপিআইএমের কেন্দ্রীয় নেতা সুজন চক্রবর্তী বলেন, যেখানে ভোট হয় না। সেখানে এক নম্বর, তিন নম্বর কিংবা সাত নম্বরের মূল্য কি আছে। আসলে বিরোধী ভোটকে ভাগ করার জন্য তৃণমূলকে সঙ্গী করে সাহায্যের জন্য ত্রিপুরায় নিয়ে যাওয়া হয়েছে।