রথীন রায় :- পশ্চিম মেদিনীপুরের সবং-এ দীর্ঘদিন ধরে অভিযোগ উঠছে চাষের জমি বলপূর্বক মাছের ভেড়িতে রূপান্তরিত করা হচ্ছে ! দালাল ও মাফিয়ারা এই কাজ করছে বলে অভিযোগ এনেছেন স্থানীয় কৃষকরা ! এবার কৃষি জমি রক্ষা করতে ‘কৃষি বাঁচাও – কৃষক বাঁচাও মঞ্চ’ এর পক্ষ থেকে লাল ঝান্ডা নিয়ে বামেদের তরফে পথে নামলেন কৃষকেরা ! সবং ব্লক ‘কৃষি বাঁচাও – কৃষক বাঁচাও মঞ্চ’ এর তরফে সোমবার সবং-এর শীতলদা মৌজা থেকে বড় মিছিল হয় !
ধোবাপুকুর, ঠাকুরবাড়ি, রামভদ্রপুর হাইস্কুল পর্যন্ত পথ মিছিলে বাম পতাকা হাতে নিয়ে যোগ দেন এলাকার বহু কৃষক ! বিশেষতঃ মহিলাদের উপস্থিতি ছিল লক্ষ্য করার মতো ! অভিযোগ আনা হয়েছে, চাষ জমিতে আগাছা নষ্ট করার রাসায়নিক ছড়িয়ে এবং জল সেচ বন্ধ করে বিঘার পর বিঘা কৃষি জমির ফসল নষ্ট করে, জমির মাটি তুলে বাঁধ নির্মাণ করা হচ্ছে ভেড়ির জন্য ! ভূমি দপ্তর ও পুলিশ প্রসাশনে অভিযোগ জানানোর পরেও ফল হয়নি বলে অভিযোগ এসেছে ! মিছিল থেকে প্রশাসনের কাছে দালাল ও মাফিয়া হটানোর, অবৈধ ভেড়ি নির্মাণ বন্ধ, কেলেঘাই-কপালেশ্বরী নদী সংস্কারের দাবি করা হয়েছে !!