আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

এবছর ১৭৪ বছরে পড়লো বালুরঘাট চকভবানী শ্মশান কালী বাড়ির কালীপুজো

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

বালুরঘাট চকভবানী শ্মশান কালী বাড়ির কালীপুজো এবছর ১৭৪ বছরে পড়লো। বালুরঘাট চকভবানী শ্মশান কালী বাড়ি সোসাল ওয়েলফেয়ার সোসাইটির সদস্যদের পরিচালনায় এই পুজোর জোর কদমে প্রস্তুতি শুরু হয়েছে। ১৮৫২ সালে এই পুজো শুরু হয়। প্রতিবছর দীপান্বিতা আমাবস্যাতে সম্পূর্ণ বীরাচারী মতে ভক্তি ও নিষ্ঠা সহকারে শ্মশান কালীর বাৎসরিক পূজো হয়। মাকে পুজোর দিন সন্ধ্যায় বরণের পর রাতে পুজো হয়।

কারণ ও পাঁঠা বলি সহ বোয়াল মাছ, শোল মাছ এবং পাঁঠার মাংস দিয়ে মায়ের পুজো হয়। পুজোর পরের দিন সকাল থেকে দুপুর পর্যন্ত মায়ের অন্ন ভোগ বিতরণ করা হয়। দীপান্বিতা আমাবস্যা ছাড়াও প্রতিমাসের অমাবস্যাতে এখানে কালীপুজোর পাশাপাশি মায়ের প্রসাদ বিতরণ করা হয়।

এছাড়াও শিবরাত্রিতে শিব পুজোর পাশাপাশি চৈত্র সংক্রান্তিতে তারা কালীর পুজো শিবের গাজন এবং বাউল কীর্তন হয়।

See also  বালি ব্যবসা নিয়ে শত্রুতার জেরে বালি বহনকারী ট্র্যাক্টরের চালকে পিটিয়ে খুন

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি