আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

 বেতন বৃদ্ধি সহ, চাকরি ক্ষেত্রে নিরাপত্তার দাবিতে এবার পথে নামলো পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্যকর্মীরা।

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now
 কৃষ্ণ সাহা
পূর্ব বর্ধমান:- বেতন বৃদ্ধি সহ, চাকরি ক্ষেত্রে নিরাপত্তার দাবিতে এবার পথে নামলো পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্যকর্মীরা। এদিন এই কর্মীরা বর্ধমান পৌরসভায় পুরমন্ত্রী ফিরহাদ হাকিম এর উদ্যেশে দশ দফা দাবি নিয়ে স্মারকলিপি প্রদান করেন।মূলত করোনা আবহে এই পৌর স্বাস্থ্য কর্মীরা কন্টেন্টমেন্ট এলাকা এবং বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নেওয়া সবরকম পরিষেবা করে চলেছে। কার্যতঃ তাদের মূল অভিযোগ করোনা আবহে নিজেদের নিরাপত্তা থাকতে কোনোরকম স্যানিটাইজার, মাস্ক,কিট সঞ্জাম দেওয়া হয়নি,এমনকি প্রশাসকের নির্দেশ মোতাবেক এখনও কাজ চালিয়ে যাচ্ছি। কার্যতঃ দশ দফা দাবি তুলে এদিন বর্ধমান পৌরসভার চত্বরে বিক্ষোভ দেখান পৌর স্বাস্থ্যকর্মীরা।

বিভিন্ন দাবি দাওয়া নিয়ে এদিন তারা মিছিল করে প্রথমে বর্ধমান জেলাশাসকের কাছে,পরে পৌরসভায় তারা স্মারকলিপি প্রদান করেন।পাপিয়া দত্ত চক্রবর্তী জানান,সারা দেশ জুরে চলছে করোনা আতঙ্ক এই করোনা সংক্রমনে পৌর স্ব‍্যাস্থকর্মীরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে তারা বাড়ি বাড়ি সচেতনতামূলক প্রচার চালিয়ে যাচ্ছে । পাশাপাশি করোনা পজেটিভ যে বাড়িতে হয়েছে সেই বাড়ির পরিবারের সদস্যদের ধরে গাড়িতে উঠাতে হচ্ছে, সেই সমস্ত কাজ তারা হাসি মুখে করে যাচ্ছে ।তাই এদিন এই করোনা যোদ্ধা পৌর স্ব‍্যাস্থকর্মীরা নিজেদের দাবিদাওয়া নিয়ে গোটা রাজ‍্যের সাথে বর্ধমানেও পৌরসভা সহ জেলাশাসকের কাছে স্বারকলিপি পেশ করেন।

See also  নির্বাচন কমিশনের বিরুদ্ধেই এবার উঠলো আদর্শ নির্বাচনী আচরণবিধি ভাঙার অভিযোগ- শোরগোল বর্ধমানে

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি