সৈয়দ মফিজুল ( বাঁকুড়া ) :- বাঁকুড়া জেলার বিজেপি ছেড়ে একগুচ্ছ নেতা তৃণমূল যোগদান পর্বের ৪৮ ঘন্টা কাটতে না কাটতেই এই যোগদান ইস্যুতে রাজনৈতিক বিতর্কে জড়াল তৃণমূল কংগ্রেস। বিজেপি সাংবাদিক বৈঠক করে দাবী করল যে তাদের নেতার নামে ভুয়ো ব্যক্তিকে যোগদান করিয়ে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে।
বুধবার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যে সকল নেতা যোগদান করছেন তাদের মধ্যে দ্বিতীয় নাম্বার তালিকায় নাম ছিলো ইন্দাস মন্ডলের এর প্রাক্তন সভাপতি ও জেলা কমিটির মেম্বার স্বপন কুমার দাস কিন্তু তিনি আদৌ তৃণমূল ভবনে যোগদান পর্বে উপস্থিতই ছিলেন না। অথচ তার নাম যোগদানকারী হিসেবে ঘোষণা করা হয়। এই ঘটনার প্রতিবাদ জানাতে সাংবাদিক বৈঠক করে বিজেপি। সেই বৈঠকে বিজেপি নেতা স্বপন কুমার দাস ,বলেন তার যোগদানের ভুয়ো খবর ছড়িয়েছে তৃণমূল কংগ্রেস।