আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

এবার বর্ধমানের বিখ‍্যাত সীতাভোগ মিহিদানাকে স্বীকৃতি দিলো ডাক বিভাগ

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

বর্ধমানের অন‍্যতম জনপ্রিয় মিষ্টি সীতাভোগ মিহিদিনা।২০১৭সালে জি আই স্বিকৃতি পায় ।বর্ধমানের ঐতিহাসিক এই মিষ্টিকে এবার স্বীকৃতি দিলো ভারতীয় ডাক বিভাগ ।শুক্রবার বর্ধমান মুখ‍্য ডাকঘড়ে এক অনুষ্ঠানে সীতাভোগ মিহিদানার ছাপ দেওয়ার বিশেষ কভার উদ্বোধন হলো।

উদ্বোধন করেন দক্ষিনবঙ্গ রিজিয়নের পোষ্ট মাষ্টার জেনারেল শশী সালিনি কুজুর ,ছিলেন বর্ধমান ডিভিসনের সিনিয়ার সুপারিনটেনডেন্ট অফ পোষ্ট সৈয়দ ফরজ হায়দার নবী ,বর্ধমান সীতাভোগ মিহিদানা ট্রেডাস ওয়েলফেয়ার এস‍্যোসিয়েশনের সভাপতি প্রমদ কুমার সিং।

শশী সালিনি কুজুর বলেন বর্ধমানের এই বিখ‍্যাত মিষ্টি প্রচার এবং জনপ্রিয়তা বারানোর লক্ষ‍্যে ভারতীয় ডাক বিভাগ একে প্রমট করছে এর ফলে বর্ধমান ছারাও অনান‍্য জায়গায় সীতাভোগ মিহিদানার জনপ্রিয়তা বৃদ্ধি পাবে।

See also  চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য কর্মী মিলিয়ে ৯জন করোনা আক্রান্ত । তালা পড়লো জামালপুর ব্লক স্বাস্থ্য কেন্দ্রে

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি