পাপাই সরকার ( পূর্ব বর্ধমান ) :- এবার মানবিক মুখ দেখা গেলো বর্ধমান শহরের বেশ কয়েকটি যুবকের।এদিন বর্ধমান শহরের কয়েকজন যুবক মিলে একটি বিশেষ চাহিদাসম্পূর্ন প্রতিবন্ধী এক বাচ্চা ছেলেকে উদ্ধার করেন ।এবং তারা শিশুটির সমন্ধে সমস্ত খোঁজ খবর নিয়ে জানতে পারেন শিশুটির মা মৃত এবং বাবা পরিযায়ী শ্রমীক শিশুটির বাড়ি জানা যায় বিরভূম জেলায়।এদিন ওই যুবকরা সমস্ত জায়গায় খোঁজ খবর করে শিশুটিকে বিরভুমের একটি সরকারি হোমে পাঠিয়ে দেওয়ার ব্যাবস্থা করেন তারা।যদিও শিশুটি কেমন করে শহর বর্ধমানে এলো সেই নিয়ে এখন চাঞ্চল্য ।