আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

এবার মানবিক মুখ দেখা গেলো বর্ধমান শহরের বেশ কয়েকজন যুবকের

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now
পাপাই সরকার ( পূর্ব বর্ধমান ) :- বার মানবিক মুখ দেখা গেলো বর্ধমান শহরের বেশ কয়েকটি যুবকের।এদিন বর্ধমান শহরের কয়েকজন যুবক মিলে একটি বিশেষ চাহিদাসম্পূর্ন প্রতিবন্ধী এক বাচ্চা ছেলেকে উদ্ধার করেন ।এবং তারা শিশুটির সমন্ধে সমস্ত খোঁজ খবর নিয়ে জানতে পারেন শিশুটির মা মৃত এবং বাবা পরিযায়ী শ্রমীক শিশুটির বাড়ি জানা যায় বিরভূম জেলায়।এদিন ওই যুবকরা সমস্ত জায়গায় খোঁজ খবর করে শিশুটিকে বিরভুমের একটি সরকারি হোমে পাঠিয়ে দেওয়ার ব‍্যাবস্থা করেন তারা।যদিও শিশুটি কেমন করে শহর বর্ধমানে এলো সেই নিয়ে এখন চাঞ্চল‍্য ।
See also  করোনা আতঙ্কে বাংলা নববর্ষ শুরুর দিনে তালাবন্ধ থাকলো বর্ধমানের অধিষ্ঠাত্রী দেবী সর্বমঙ্গলার মন্দির

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি