আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

এবার সরকার আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের মুঠো ফোন কেনার জন্য দেবে ৮ হাজার টাকা

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

প্রদীপ চট্টোপাধ্যায় বর্ধমান ২৭ জুন:- করোনা অতিমারীর সময়ে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে গিয়েছেন আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীরা । বাংলার সেই আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য এবার কল্পতরু মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বর্ধমানের গোদার মাঠে অনুষ্ঠিত সরকারী সভা থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন, মোবাইল ফোন কেনার জন্য বাংলার সব আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীকে ৮ হাজার টাকা করে দেওয়া হবে ।ইতিপূর্বে রাজ্যের একাদশ-ও দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের ট্যাব কিনতে টাকা দিয়েছিল রাজ্য সরকার। এবার সরকারী অর্থ সাহায্যে অ্যান্ড্রয়েড মুঠো ফোন কেনার সূযোগ মেলায় খুশি আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীরা। প্রযুক্তির সুবিধা যাতে সমাজের সব স্তরে পৌছে যায় সেই উদ্দেশ্যেই মুখ্যমন্ত্রও এইঅভূতপূর্ব উদ্যোগ নিয়েছেন বলে মনে করা হচ্ছে ।

 

 

আশা কর্মীরা মূলত রাজ্যের গ্রামীণ এলাকাগুলিতে কাজ করে থাকেন।একই ভাবে অঙ্গনওয়াড়ি কর্মীরাও গ্রামীন একায় শিশু ও গর্ভবতী মহিলাদের জন্য কাজ করেন। পাশাপাশি এই দুই বিভাগের কর্মীরা পোলিও টিকাকরণ থেকে শুরু করে কোভিডের ভ্যাকসিনের বিষয়েও জনগনকে সহযোগীতা করেন।অন্য সরকারী কর্মীদের মতো বাকি সুযোগ সুবিধা না পেলেও আশা ও অঙ্গনওয়াড়ি যে অল্প বেতনেও বড় দায়িত্বের কাজ করেন সেটা আজ সকলেরই জানা ।আশা-অঙ্গনওয়াড়ি কর্মীদের এই সুবিধা প্রদানের ঘোষণা করে এদিন কেন্দ্রকে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী।তিনি অভিযোগ তোলেন , রাজ্যে চলা নানা প্রকল্পের টাকা আটকে রেখেছে ।সেই টাকা আদায়ের প্রয়োজনে এবার দিল্লিতে দরবার করবেন বলেও মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েদেন ।

 

See also  জনপ্রতিনিধি হয়েই বাজিমাত, বাড়ছে সম্পত্তি, কত বেতন পান ?

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি