আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

করোনার করাল থাবার ইতিহাসে এই প্রথম কৌশিকী অমাবস্যায় তারাপীঠ মন্দির বন্ধ।

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

মনতোষ চৌধুরী , তারাপীঠ: করোনার করাল থাবার ইতিহাসে এই প্রথম কৌশিকী অমাবস্যায় পুণ্যার্থীদের জন্য তারাপীঠ মন্দির বন্ধ। আজ সকাল থেকে শুরু হয়েছে কৌশিকী অমাবস্যা চলবে কাল সকাল অবধি। কার্যত সুনসান তারাপীঠ মন্দির চত্বর। নেই কোনো পুণ্যার্থীর আনাগোনা ।

বিগত বছর এই কৌশিকী অমাবস্যা লক্ষ লক্ষ পুণ্যার্থীর সমাগম ঘটে এই তারাপীঠ মন্দিরে।কথিত আছে এই কৌশিকী অমাবস্যায় সাধক বামাক্ষ্যাপা তারাপীঠ মহাশশ্বানে শ্বেত শিমুল গাছের নিচে সিদ্ধিলাভ করেছিলেন। তাই এই বিশেষ তিথিতে তারা মায়ের পুজো দিলে মনস্কামনা পূর্ণ করেন মা তারা, বলে ভক্তদের বিশ্বাস।

Krishaksetu bangla

এই বিশ্বাসকে কেন্দ্র করে তারাপীঠে লক্ষ লক্ষ পুণ্যার্থীর সমাগম ঘটে এই কৌশিকী অমাবস্যা।করোনার জেরে দীর্ঘ ৩ মাস মন্দির বন্ধ থাকার পর সরকারি নির্দেশিকা মেনে মন্দির খোলা হয়, কিন্তু করোনা সংক্রমণ বীরভূম জেলায় উদ্ধমুখি হাওয়ায় গত ১ আগস্ট থেকে তারাপীঠ মন্দির বন্ধ করে দেওয়া হয়।

মন্দির বন্ধ দীর্ঘদিন ধরে মন্দির বন্ধের ফলে সমস্যায় পড়েছেন তারাপীঠ মন্দির কে কেন্দ্র গড়ে উঠা ছোট-বড় ব্যবসায়ীরা সমস্যায় পড়েছেন।কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে তারাপীঠ।বহিরাগতদের প্রবেশ নিষেধ করা হয়েছে,মন্দিরের গর্ভগৃহে শুধুমাত্র সেবাইতরা প্রবেশ করে নীতি মেনে পুজার্চনা করছেন।

আরো পড়ুন-ভাতারে বড়বেলুন ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে স্মারকলিপি ভারতীয় জনতা পার্টির।

See also  জামালপুর থানার পুলিশের সাফল্য

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি