কৃষ্ণ সাহা ( সেহারাবাজার ) :-
সেহারাবাজার রহমানিয়া আল আমিন মিশন, সেহারাবাজার রহমানিয়া ট্রাস্ট এবং দক্ষিণ দামোদর নিউজের মিলিত উদ্যোগে রক্তদান কর্মসূচি পালিত হলো। সেহারাবাজার আল-আমিন মিশনের ক্যাম্পাসে এই রক্তদান শিবির করা হয়।
দেশজুড়ে করোনা পরিস্থিতি চলছে ঠিকই, একইসঙ্গে হাসপাতালে ব্লাড ব্যাঙ্ক গুলিতে রক্ত সংকট দেখা দিয়েছে। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রত্যেকটা জেলায় জেলায় রক্তদান শিবিরের আয়োজন করার কথা বলা হয়েছিল।
সেই অনুযায়ী কর্মসূচি পালিত হয়েছে। প্রত্যেকটা রক্তদান শিবির থেকে 25 থেকে 50 ইউনিট করে রক্ত নেওয়ার পরেও ব্লাড ব্যাংকে রক্তের চাহিদা পূরণ হচ্ছে না। সেই কারণেই আবারো রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। রক্তদান শিবিরে কাউকে আলাদা করে আহ্বান জানানো হয়নি। স্বইচ্ছায় বহু মানুষ রক্ত দান করেছেন।রক্তদানে সহায়তা করেছেন কলকাতার কোঠানি ব্লাড ব্যাংক।
রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন এসডিপিও আমিনুল ইসলাম, সেহারা ফাঁড়ির বড়বাবু রাজেন মাহাত, ট্রাস্টের সম্পাদক হাজী মোল্লা কুতুবউদ্দিন, বিশিষ্ট শিক্ষক কাশেম চৌধুরী, বিশিষ্ট সমাজসেবী আজিমউদ্দিন সহ বিশিষ্ট ব্যক্তিগণ।
এদিন এই শিবিরে ৬২ জন মানুষ স্বেচ্ছায় রক্তদান করেন বলে জানিয়েছেন সেহারাবাজার রহমানিয়া আলামিন মিশন এবং সেহারাবাজার রহমানিয়া ট্রাস্টের সহ সম্পাদক শফিকুল ইসলাম।