আসানসোল :-
রাতের অন্ধকারে ছাদের এসবেস্টর ভেঙে দুষ্কৃতীরা লুট করে নিয়ে গেল সোনার চেন, সোনার বালা, সহ প্রায় লক্ষাধিক টাকার সামগ্রী।
আসানসোল উত্তর থানার অন্তর্গত কল্যাণপুর স্যাটেলাইট টাউন্সিপ এলাকার রেলকর্মী নিরঞ্জন প্রাসাদের বাড়ির চুরির ঘটনায় এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে।
গৃহকর্ত্রীর কথায়, আজ ভোর সাড়ে তিনটে নাগাদ দরজায় ধাক্কা দেবার আওয়াজ সোনা যায়। প্রথমে তার মনে হয় ঝরে দরজায় আওয়াজ হচ্ছে। এর পর ঘুম থেকে উঠে দেখেন তিনতলার এসবেস্টর ভাঙা। সোনা গয়না কিছু ই নেই। নগদ সহ প্রায় লক্ষাধিক টাকার সামগ্রী লুট হয়ে গেছে। ঘটনাস্থলে আসানসোল উত্তর থানার পুলিশ পৌঁছে একটি টর্চ ও একটি রুমাল উদ্ধার করেছে বলে খবর। এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য।