আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

করোনার টিকা নিয়ে ফেরার পথে লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু যুবকের

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

আমিরুল ইসলাম ( বর্ধমান ) :- করোনার টিকা নিয়ে বাড়ি ফেরার পথে লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক যুবকের। মৃতের নাম কামালউদ্দিন শেখ (২৩)। তাঁর বাড়ি পূর্ব বর্ধমানের ভাতার থানার ভুমশোর গ্রামে বৃহস্পতিবার বিকালে দুর্ঘটনাটি ঘটেছে ভাতারের কদমতলা এলাকায় ভাতার- মালডাঙ্গা রোডে। পুলিশ যুবকের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানোর পাশাপাশি ঘাতক লরির খোঁজ শুরু করেছে ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে ,এদিন
ভাতার স্টেট জেনারেল হাসপাতালে করোনা টিকা নিতে গিয়েছিল কামালউদ্দিন শেখ । টিকা নেওয়া শেষে তিনি তাঁর বাইকে চেপে
ভুমশোর গ্রামের বাড়িতে ফিরছিলেন । পথে
ভাতার-মালডাঙ্গা রোডে কদমতলা এলাকায় দুর্টনায় যুব প্রাণ হারান। প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি জানিয়েছেন ,সড়কপথের উপরে ঝুঁকে পড়া একটি গাছের ডালে আঘাত লাগা থেকে বাঁচতে যুবক আচমকাই বাইক পাশকাটিয়ে নিয়ে যাবার চেষ্টা করে ।

তখনই ওই পথে আসা লরিরতে ধাক্কা খেয়ে যুবক লরির চাকার নিচে পড়ে গিয়ে পিষ্ট হয় । এই দুর্ঘটনার পরেই লরি নিয়ে পালায় চালক । ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইক আরোহী যুবকের।বাড়িতে রয়েছে যুবক কামালউদ্দিন এর স্ত্রী ও দু’ মাসের শিশু সন্তান ।এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ।

See also  বর্ধমান সর্বমঙ্গলা মন্দিরে পুজো দিতে এসেও রাজনৈতিক হিংসা ও বহিরাগত প্রসঙ্গ নিয়ে টিপ্পনী করলেন রাজ্যপাল

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি