সৈয়দ মফিজুল ( বাঁকুড়া ) :- প্রাচীন পৌর শহর সোনামুখী কালী বিসর্জনের জন্য বিখ্যাত ।প্রতিবছর দূর-দূরান্ত থেকে সাধারণ মানুষ ভিড় জমান সোনামুখী শহরে কালী ভাসান দেখার জন্য । সোনামুখীর কালী ভাসানের একটি ঐতিহ্য বাজি পোড়ানো । কিন্তু এবছর করোনা সংক্রমনের কথা মাথায় রেখে সেই অনুষ্ঠান বন্ধ রাখা হয়েছে । সোনামুখী শহরে সরকারি অনুমোদন প্রাপ্ত কালীপুজোর সংখ্যা 19 টি এবং এই পুজো উদ্যোক্তারা সোনামুখী চৌমাথায় একত্রিত হয়ে কার্নিভালে অংশ নিতেন তাও এবার বন্ধ রয়েছে ।
মহামান্য হাইকোর্টের নির্দেশকে মান্যতা দিয়ে ভাসানের আয়োজন করেছে পুজো উদ্যোক্তারা । সোনামুখী পুলিশ প্রশাসনও সদা সতর্ক রয়েছে । শহরের বিভিন্ন প্রান্তে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী যাতে করে কালী ভাসানকে কেন্দ্র করে কোন রকম অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় । অনুষ্ঠানে কাটছাঁট হলেও মানুষের আনন্দ উচ্ছ্বাসে কোন খামতি নেই তেমনই ছবি ধরা পড়লো আমাদের ক্যামেরায় ।