হাওড়া জেলার জয়পুর থানার আমতা দুই নম্বর ব্লকের অমরাগড়ি ও ঝামটিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় ধীরে ধীরে বন্যার জল নামছে, কমেছে। বিষধর সাপ ও পোকামাকড় এর উপদ্রব বৃদ্ধি পেয়েছে,জল কমার সঙ্গে সঙ্গে চর্ম ও জ্বর সর্দি কাশি রোগ দেখা দিয়েছে,জল ও কাদায় মাখামাখি অবস্থা চলছে সেই সঙ্গে পচা ও দূর গন্ধে জেরবার অবস্থা দেখা দিয়েছে।
এলাকার বিভিন্ন ধরনের পথঘাট অনেক অংশে নষ্ট হয়েছে।নীচু এলাকায় এখনো কোথাও কোথাও একগলা, একবুক থেকে একহাটু সমান বন্যার জল রয়েছে। বাড়ি, গৃহ, ডাঙ্গা থেকে বাইরে বের হতে,তাল গাছের ডোঁঙা, কলাগাছের ভেলা, অথবা সাঁতার কাটতে কাটতে নাজেহাল অবস্থা দেখা গেছে।মাছ,সাক, সবজি চাষের দফা রফা হয়েছে, নিম্ন মানের মাটির গৃহ, বিভিন্ন ধরনের পথঘাট বিদ্ধস্ত বিপর্যস্ত ক্ষতিগ্রস্ত হয়েছে।