আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

উদয়নের কায়দায় এবার প্রতিবাদীদের হুঁশিয়ারি দিলেন বর্ধমান দক্ষিণের তৃণমূল বিধায়ক

By krishna Saha

Published :

উদয়নের কায়দায় এবার প্রতিবাদীদের হুঁশিয়ারি দিলেন বর্ধমান দক্ষিণের তৃণমূল বিধায়ক
WhatsApp Channel Join Now

প্রদীপ চট্টোপাধ্যায়. বর্ধমান :- আরজি কর কাণ্ড নিয়ে রাজ্যজুড়ে গণ আন্দোলন
যত তীব্র হচ্ছে ততই হুমকির বহর বাড়ছে শাসক দলের নেতা,মন্ত্রী ও সাংসদদের।উত্তরবঙ্গের মন্ত্রী উদয়ন গুহ , শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও বাঁকুড়ার সাংসদ অরুপ চক্রবর্তীর পর এবার সেই তালিকায় যুক্ত হল দক্ষিণের বিধায়ক খোকন দাসের নাম। আরজি কর কাণ্ড নিয়ে প্রতিবাদ আন্দোলনে নামা বিরোধীদের
রবিবার সন্ধ্যায় কার্যত তিনি চড়া সুরে হঁশিয়ারি দিয়েছেন।যা প্রতিবাদ জানিয়ে বিজেপি নেতা অমিত মালব্য এক এক্স বার্তায় খোকন দাস এবং তাঁর দলনেত্রীকে বিঁধেছেন।

বর্ধমান শহরের কার্জনগেটের সামনে রবিবার সন্ধ্যায় শাসক দল তৃণমূল কংগ্রেসের একটি সভা
অনুষ্ঠিত হয় । সেই সভাতেই বক্তব্য রাখেন বক্তব্য
রাখেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস ।
একটি ভিডিওতে দেখা যাচ্ছে,সেই সভা বক্তব্য রাখতে উঠে বিধায়ক খোকন দাস বলছেন,’ “আমরা ভাল করে জানি, এই সমস্ত লোকেরা একটা অশান্তি পাকানোর চেষ্টা করছে।তাই আমরা চুপ করে আছি।আর আমরা যদি অশান্তি করি, তাহলে তারা থাকবে কোথায়?” কেন এমন বক্তব্য, তা নিয়ে সোমবার বিধায়ক খোকন দাসকে প্রশ্ন করা হলে তিনি কিছু বলতে অস্বীকার করেন।

তব তৃণমূল বিধায়ক খোকন দাসের এহেন বক্তব্য নিয়ে দানা বেঁধেছে বিতর্ক।এ নিয়ে বিজেপি নেতা অমিত মালব্য এক এক্স বার্তায় খোকন দাস এবং তাঁর দলনেত্রীকে বিঁধেছেন।আমিত মালব্য তাঁর প্রতিক্রিয়ায় কোচবিহারের সাগরদিঘিতে মন্ত্রী উদয়ন গুহর আক্রমণাত্মক মন্তব্যের সাথ খোকন দাসের মন্তব্যকে এক সারিতে রেখে নিশানা করেছেন। একই ভাবে অপর বিজেপি নেতা দেবজ্যোতি সিংহ রায় এই মন্তব্যের তীব্র প্রতিবাদ করেছেন। তার কথায়, এই মন্তব্যের মধ্যদিয়ে কার্যত সুশীল সমাজকে হুমকি দিয়েছেন বিধায়ক খোকন দাস।রাজ্যে গণজাগরণ ঘটে গিয়েছে। ওরা ভয় পেয়েছেন। এছাড়া বিধায়ক নিজে অশিক্ষিত। এই কথার জন্য বিধায়ক ক্ষমা না চাইলে বিজেপি পথে নামবে বলে দেবজ্যোতি সিংহ রায় জানিয়েছেন।

See also  শহরের বুকে কাটা হচ্ছে বড় বড় গাছ। কাঠগড়ায় বিষ্ণুপুর পুরসভা। গাছ কাটার কোন অনুমতি নেওয়া হয়নি দাবি বনদফতরের। নিয়ম মেনেই কাটা হয়েছে দাবি পুরসভা কর্তৃপক্ষের।

যদিও তৃণমূল কংগ্রেসের রাজ্য মুখপাত্র প্রসেনজিৎ দাস দাবি করেছেন,বিধায়ক খোকন দাসের কথার ভুল ব্যাখা করা হচ্ছে। উনি বিরোধীদের একাংশ যে অশান্তি পাকাতে চাইছেন তারইঈঙ্গিত করতে চেয়েছেন। ওরা অশান্তি করলে আমরা কি হাত গুটিয়ে বসে থাকব? সেটাই হয়ত উনি বলতে চেয়েছেন।আর অমিত মালব্য যা বলবেন তার জবাব দিতে হবে নাকি?’ বিধায়কের
মন্তব্য নিয়ে কোনো অভিযোগ জমা পড়েছে কী না তা পূর্ব বর্ধমানের পুলিশ সুপার আমন দীপের কাছে জানতে চাওয়া হলে তিনি কিছু বলতে অস্বীকার করেন।

প্রসঙ্গত উল্লেখ্য কোচবিহারের সাগরদিঘিতে গান্ধীমূর্তির পাদদেশে বিক্ষোভ সমাবেশের মঞ্চে দাঁড়িয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ শনিবার বলেন, ‘‘এই ঘটনায় (আরজি কর) যাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল তুলছেন, যাঁরা সমাজমাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়কে গালাগালি করছেন, যাঁরা আঙুল তুলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চাইছেন, সেই আঙুলগুলোকে চিহ্নিত করে ভেঙে দেওয়ার বন্দোবস্ত করতে হবে। না-হলে এরা বাংলাকে বাংলাদেশ তৈরি করবার চেষ্টা করবে।’’

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি