কৃষ্ণ সাহা ( রায়না ) :- রায়না বিধানসভার অন্তর্গত আরুই অঞ্চলের লোহাই গ্রামে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শুরু হলো ফেস্টুন ফ্ল্যাগ লাগানোর কর্মসূচি। নির্বাচনী কর্মসূচি হিসেবে রায়না বিধানসভায় অঞ্চলের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী শম্পা ধারার নামাঙ্কিত ফেস্টুন লাগানো হচ্ছে সারা গ্রাম জুড়ে। প্রথম থেকেই এই এলাকার সিপিআইএমের দখলে ছিল। যদিও গত লোকসভা নির্বাচনে লোহাই গ্রামের দুটি সংসদ থেকেই জয়লাভ করেছিল তৃণমূল।
একুশের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফা ইতিমধ্যেই সম্পূর্ণ হয়েছে। 17 এপ্রিল রায়না বিধানসভায় নির্বাচন। এরই মধ্যে যথেষ্ট আশাবাদী দেখা গেল আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের নেতৃত্বদের। সিপিআইএম সমর্থিত সংযুক্ত মোর্চা প্রার্থী এই এলাকা থেকেই নির্বাচনে দাঁড়িয়েছেন। কিন্তু তাদের নিয়ে খুব একটা মাথা ব্যাথা নেই তৃণমূল কংগ্রেসের। ইতিমধ্যেই এলাকার সাধারণ মানুষের থেকে ব্যাপক সাড়া পেয়েছেন বলেও জানালেন পঞ্চায়েত প্রধান সঞ্জয় পোড়েল। যেখানেই ফ্ল্যাগ ফেস্টুন টাঙাতে যাচ্ছেন সেখানেই মানুষ বাড়িতে নিয়ে গিয়ে জল খাওয়ার ব্যবস্থা করে দিচ্ছেন বলে জানিয়েছেন তিনি।