আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

পুনরায় বীরভূমের তারাপীঠ মন্দির বন্ধের সিদ্ধান্ত নিল মন্দির কমিটি

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now
সৌগত মন্ডল ( তারাপীঠ ) :-
ই বন্ধ শুরু হবে আগামী পহেলা আগস্ট থেকে। চলবে অনির্দিষ্টকালের জন্য। যতদিন না করো না আবহাওয়া ঠিক হবে ততদিন এই সিদ্ধান্ত কার্যকরী থাকবে। সারাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গেও করোনার প্রাদুর্ভাব বাড়ছে। সেই কথা মাথায় রেখেই মন্দির কমিটির এই সিদ্ধান্ত। এ বিষয়ে মন্দির কমিটির সভাপতি তারাই মুখার্জি বলেন বীরভূম জেলা সহ তারাপীঠের আশপাশে করুনার প্রভাব দিন দিন বেড়েই চলেছে । এতে আতঙ্কিত হয়ে পড়েছে স্থানীয় মানুষ থেকে মন্দিরের সঙ্গে জড়িত সমস্ত মানুষজন। তাদের নিরাপত্তা কথা মাথায় রেখেই মন্দির বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এর ফলে মন্দির এর সঙ্গে জড়িত বহু মানুষের আর্থিক সমস্যা দেখা দিলেও আমরা বাধ্য হয়েই এই পদক্ষেপ নিয়েছি। আশা করি সকলেই এই সিদ্ধান্তকে মেনে নিয়ে আমাদের সহযোগিতা করবে। আমরা পরিস্থিতির ওপর নজর রেখে যাব যেদিন এই এই পরিস্থিতি স্বাভাবিক হবে মন্দির সেদিনই খুলে দেয়া হবে। উল্লেখ্য করো না পরিস্থিতির সবদিকে বেশ কয়েকদিন মন্দির বন্ধ রাখা হয়েছিল কিছুটা অবস্থা স্বাভাবিক হওয়ার পর মন্দির খুলে দেয়া হয়েছিল। কিন্তু পরিস্থিতি পুনরায় খারাপের জন্য এই মন্দির বন্ধ রাখা হচ্ছে।
See also  মাধ্যমিকে ৬০৫ নম্বর পেয়েও ভর্তি হওয়ার ফর্ম মিললোনা পূর্ব বর্ধমান জেলার রায়না স্বামী ভোলানন্দ বিদ্যায়তনে।

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি