উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর: লিও মেসি কলকাতায় আগমনে মেসি ভক্তদের পক্ষ থেকে ছয় কেজি ওজনের জয়নগরের মোয়া গেল কলকাতার উদ্দেশ্যে।শুক্রবার মধ্যরাতেই কলকাতার মাটিতে পা রেখেছে ফুটবলের জাদুকর লিও মেসি। ইতিমধ্যেই একাধিক সংবর্ধনা এবং যুবভারতী স্টেডিয়ামে মেসির শো। যদি ও যুবভারতীতে মেসির শো কে ঘিরে চরম বিশৃংখলার সৃষ্টি হয়।ভাঙচুর হয়েছে যুবভারতী। কিন্তু বেশ কয়েক মাস ধরে মেসি জ্বরে কাবু হয়েছিল গোটা ভারতবর্ষ।
শীতের মৌসুমে ফুটবলের জাদুকর কলকাতায় পা রাখছে আর মেসি ভক্তদের সেই উদ্দীপনা ছিলো বাঁধন ছাড়া।আর জয়নগর থেকে লিও মেসির জন্য ছয় কেজি ওজনের বিশাল খোকনের জয়নগরের মোয়া মেসি ভক্তদের পক্ষ থেকে লিও মেসিকে দেওয়ার জন্য জয়নগর থেকে গেল কলকাতায়। জয়নগরের প্রসিদ্ধ মিষ্টি ব্যবসায়ী খোকন দাস এই মোয়া প্রস্তুত করেছেন। মেসি ভক্তদের কাছ থেকে গত তিন দিন আগে এই মোয়ার অর্ডার পেয়েছিলেন তিনি। নিরবে সেই মোয়া তৈরি করে গিয়েছে তিনি।
লিও মেসির জন্য তৈরি করা ফুটবল আকৃতির ছয় কেজি ওজনের মোয়ায় কি কি উপকরণ ব্যবহার করেছে খোকন দাস।এ বিষয়ে খোকন দাস বলেন, গত তিন দিন আগে মেসি ভক্তদের পক্ষ থেকে আমাদের দোকানে একটি ফোন আসে সেই ফোনের ওপার থেকেই আমাকে বলা হয় লিও মেসির জন্য স্পেশাল ৬ কেজি ওজনের একটি মোয়া তৈরি করতে হবে। এরপর আমরা সেই মোয়া প্রস্তুত করি। নলেন গুড় এবং কনকচুড় ধান দিয়ে এই মোয়া প্রস্তুত করি। পাশাপাশি প্রচুর ড্রাইফুডস এর ও ব্যবহার করা হয়।
লিও মেসির জন্য এই মোয়াতে সুগার কোয়ালিটি ও মেন্টেন করা হয়েছে। লিও মেসিদের ভক্তদের পক্ষ থেকে এই মোয়া ইতিমধ্যেই নিয়ে যাওয়া হয়েছে। যুবভারতীতে আমার মোয়া জায়গা পাবে ফুটবলের জাদুকরের হাতে।এই মোয়া আনুমানিক বাজার মূল্য পাঁচ হাজার টাকা বলে জানা গিয়েছে। লিও মেসিকে জয়নগরের প্রসিদ্ধ মোয়া খাওয়াতে পেরে খুশি জয়নগরের প্রসিদ্ধ মোয়া ব্যবসায়ী খোকন দাস।








