প্রতীক্ষার অবসান , মাধ্যমিকের ফল প্রকাশ By krishna Saha Published : 14/07/2020 WhatsApp Channel Join Now Breaking News শেষ পর্যন্ত প্রতীক্ষার অবসান। আগামীকাল অর্থাৎ 15 ই জুলাই বুধবার পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক প্রকাশিত হতে চলেছে মাধ্যমিকের ফল প্রকাশ । মাধ্যমিক পরীক্ষা যেহেতু সবকটা বিষয়ে হয়েছিল সেইজন্য সকাল ১০ টায় আনুষ্ঠানিক ভাবে মেধাতালিকা প্রকাশ করবে মধ্যশিক্ষা পর্ষদ । ১০.৩০ থেকে ওয়েবসাইটে দেখা যাবে ফলাফল । সম্ভবত ২৩ ও ২৪ শে জুলাই অভিভাবকদের হাতে তুলে দেওয়া হতে পারে মার্কশিট । আজ অর্থাৎ ১৪ ই জুলাই মঙ্গলবার এমনটাই জানানোর সাথে সাথে সকল মাধ্যমিক পরীক্ষার্থীদের আগাম শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় । See also কৃষক সেতু 'নিউজ' একনজরে