বিয়ের প্রতিশ্রুতি দিয়ে গৃহবধূর সঙ্গে সহবাসের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পূর্ব বর্ধমানের রায়না থানার পুলিস। ধৃতের নাম ইকবাল শেখ ওরফে ইকবাল হোসেন শেখ। রায়না থানার মোগলমারিতে তার বাড়ি। সোমবার রাতে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণা টাউন থানার রামজীবনপুর বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ধৃতকে মঙ্গলবার বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়ে ১১ জুন ধৃতকে ফের আদালতে পেশের নির্দেশ দেন ভারপ্রাপ্ত সিজেএম।
পুলিস জানিয়েছে, মোগলমারিতেই ওই গৃহবধূর বাড়ি। বছর খানেক ধরে স্বামীর সঙ্গে তাঁর মনোমালিন্য চলছে। সেই সুযোগে ইকবাল গৃহবধূকে নানারকম প্রলোভন দেখায় এবং বিয়ের প্রতিশ্রুতি দেয়। গৃহবধূকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সে তাঁর সঙ্গে সহবাস করে বলে অভিযোগ। গৃহবধূর স্বামী বিষয়টি জানতে পারেন। এনিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি হয়। এরপরই ইকবালকে গৃহবধূ বিয়ে করার জন্য বলেন। কিন্তু, ইকবাল বিয়ে করতে অস্বীকার করে। এরপরই গৃহবধূ ঘটনার কথা জানিয়ে রায়না থানায় অভিযোগ দায়ের করেন।