আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

মোমবাতি জ্বালিয়ে উত্তরপ্রদেশের হাথরসের ঘটনার প্রতিবাদ জানালেন জামালপুরের মানুষজন

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

প্রদীপ চট্টোপাধ্যায় ( বর্ধমান ) :- উত্তরপ্রদেশের হাথরসের ঘটনার প্রতিবাদের ঢেউ এবার পশ্চিমবঙ্গেও অছড়ে পড়লো । শুক্রবার সন্ধ্যায় পূর্ব বর্ধমানের জামালপুরের বহু মহিলা পুরুষ ও জনপ্রতিনিধি মোমবাতি হাতে পথে নেমে প্রতিবাদ জানান ।তারা নরেদ্র মোদি ও যোগী আদিত্যনাথের পদত্যাগের দাবিতে শ্লোগান তোলেন । মোমবাতি জ্বালিয়ে এদিনের প্রতিবাদ বিক্ষোভের নেতৃত্ব দেন জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান ও কর্মাধ্যক্ষ ভূতনাথ মালিক ।
নির্যাতিতার পরিবারের হয়ে ন্যায় বিচারের দাবিতে এই জামালপুরবাসীর এহেন প্রতিবাদ জনমানসে সাড়া ফেলেদেয় । পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান বলেন , বিজেপি শাসিত উত্তরপ্রদেশে জঙ্গলরাজ চলছে । উত্তরপ্রদেশে মহিলারা সুরক্ষিত নন । নির্ভয়া কাণ্ডের থেকেও ঘৃণ্যা
গণধর্ষন কাণ্ড ঘটেছে হাথরসে ।

মৃত্যুর পরেও নির্যাতিতাকে রেহাই দেয়নি উত্তরপ্রদেশ পুলিশ ও প্রশাসন । পরিবারকে পুলিশ বন্দি করে রেখে তার দেহ জ্বালিয়ে দেওয়া হয়েছে । গোটা ঘটনা ধামাচাপা দেবার জন্য যোগী সরকার নির্যাতিতার পরিবার ও সাংবাদ মাধ্যমের উপর এখনও রাষ্ট্রিয় সন্ত্রাস চালাচ্ছে । তৃণমূলের সাংসদ প্রতিনিধীদেরকেও এদিন নির্যাতিতার বড়িতে যেতে দেওয়া হয়নি । উত্তরপ্রদেশ পুলিশ বলপ্রয়োগ করে সাংসদদের হাথরস ছাড়তে বাধ্যকরে ।এই সমস্ত অগনতান্ত্রিক ও ঘৃন্য ঘটনার প্রতিবাদে গোটা দেশের পাশাপাশি জামালপুরের মানুষজনও প্রতিবাদে স্বোচ্চার হয়েছেন । কর্মাধ্যক্ষ ভূতনাথ মালিক বলেন ,যোগী সরকার আদতে রেপিস্টদের আড়াল করতে চাইছে । এদিন মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদের সূচনা হল ।শনিবার শুরু হবে যোগী ও মোদির বিরোধী আরও বৃহত্তর আন্দোলন ।

See also  রায়না এবং খণ্ডঘোষ বিধানসভার সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিআইএম প্রার্থী বাসুদেব খাঁ এবং অসীমা রায়ের সমর্থনে বিশাল পথসভা আয়োজন করা হয়

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি