আমিরুল ইসলাম ( মঙ্গলকোট ) :- নিজের পোল্ট্রি ফার্মে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মারা গেলেন এক ব্যক্তি । মৃতর নাম হরপ্রসাদ বন্দ্যোপাধ্যায় (৫৫)। তার বাড়ি পূর্ব বর্ধমানের
মঙ্গলকোটের কোঁয়ারপুর গ্রামে। সোমবার কাটোয়া মহকুমা হাসপাতাল পুলিশ মর্গে মৃত ব্যক্তির দেহের ময়নাতদন্ত হয় ।
পোল্ট্রিফার্মে হরপ্রসাদবাবু কিভাবে বিদ্যুৎপৃষ্ঠ হলেন তানিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে ।পুলিশ ও মৃতর পরিবার সূত্রে জানাগিয়েছে ,
কোঁয়ারপুর গ্রামের বাড়ির অদূরেই রয়েছে হরপ্রসাদ বন্দ্যোপাধ্যায়ের পোল্ট্রি ফার্ম ।কেউ যাতে মুরগি চুরি করেনিয়ে পালাতে না পারে তার জন্য প্রতিদিন রাতে তিনি পোল্ট্রি ফার্মেই
শুতে যেতেন । রবিবার সন্ধ্যার পর তিনি পোল্ট্রি ফার্মে চলে যান । পরিবারের লোকজন সেখানেই তাকে রাতের খাবার দিতে যান ।
ফার্মে পৌছে তারা হরপ্রসাদ বাবুকে ডাকাডাকি করেও সাড়া পান না । পরে তারা দেখেন বিদ্যুৎপৃষ্ঠ হয়ে হরপ্রসাদবাবু পোল্ট্রি ফার্মের মধ্যেই পড়ে রয়েছেন ।পরিজনরাই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে আশঙ্কাজনক অবস্থায় হরপ্রসাদ বাবুকে মঙ্গলকোট ব্লক স্বাস্থ কেন্দ্রে নিয়েযান ।সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন । পুলিশ মৃত্যুর কারণ খতিয়ে দেখছে ।