প্রদীপ চট্টোপাধ্যায় ( বর্ধমান ) :- ছেলের হাতে নিগৃহীত হয়ে মৃত্যু হল বৃদ্ধ বাবার।মৃতর নাম অসিত হালদার (৬০)।মর্মান্তিক এই ঘটনাটি শনিবার রাতে ঘটেছে পূর্ব বর্ধমানের জামালপুর থানার আবুজহাটি ২ পঞ্চায়েতের গোপালপুর গ্রামে ।রবিবার বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে মৃত ব্যক্তির দেহের ময়নাতদন্ত হয়। পুলিশ বৃদ্ধর মৃত্যুর ঘটনার তদন্ত শুরু করেছে । জামালপুর থানার পুলিশ বৃদ্ধর মৃত্যুর ঘটনার তদন্ত শুরু করেছে ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে ,
আবুজহাটির গোপালপুর গ্রামে বসবাস অসিত হালদারের পরিবারের। অসিত বাবুর এক ছেলে ও এক ময়ে । মেয়ে টুম্পা বিবাহিত । বছর ৩৫ বয়সী অবিবাহিত ছেলে সুব্রত হালদার মনসিকভাবে সুস্থ নয়। সুব্রতর কাকিমা সন্ধ্যা হালদার জানিয়েছেন, শনিবার রাত আনুমানিক ৮টা নাগাদ সুব্রত তাঁর বৃদ্ধ বাবার সঙ্গে অশান্তি শুরু করে।ওই সময়ে বাবা অসিত হালদারকে মারধোর করার ফাঁকে আচমকাই তাঁকে ধাক্কা মারে ছেলে সুব্রত।
ধাক্কায় ছিটকে পড়ে জখম হন অসিত বাবু।আশঙ্কাজনক অবস্থায় বৃদ্ধকে রাতেই নিয়ে যাওয়া হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে।সেখানে কর্তব্যরত চিকিৎসক বৃদ্ধকে মৃত ঘোষনা করেন। মৃতর মেয়ে টুম্পা মণ্ডল এদিন মর্গের সামনে দাঁড়িয়ে বলেন,
তাঁর ভাই সুব্রত মানসিক ভাবে সুস্থ নয় । সেই কারণেই সে এই অঘটনা ঘটিয়ে ফেলেছে ।