আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

নিম্নচাপেও ঘুচবে না চাষের বৃষ্টির ঘাটতি

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

কৃষকসেতু নিউজ বাংলা:-নিম্নচাপ শক্তি হারিয়েছে। তবে একটি সাধারণ নিম্নচাপ রূপে পূর্ব মধ্যপ্রদেশে বিরাজ করছে বলে জানাল আবহাওয়া দফতর। এই নিম্নচাপ সরে গেলেও পশ্চিমবঙ্গ উপকূলে একটি ঘূর্ণাবর্ত রয়েছে, এই ঘূর্ণাবর্তের ফলে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে হালকা বৃষ্টি চলবে ।

 

শুধুমাত্র পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় ভারী বৃষ্টি হবে। এছাড়া হাওড়া ও কলকাতার কয়েকটি জায়গায় মাঝারি বৃষ্টি চলবে। গত ২৪ ঘণ্টায় শুধুমাত্র দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে কয়েকটি জায়গায় ভারী বৃষ্টি হয়েছে। আগামিকাল, বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা।

 

 

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামিকাল থেকে পশ্চিমের জেলা পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে একটু বেশি বৃষ্টি হবে। আবার ১৪ অগাস্ট, দক্ষিণবঙ্গের জেলায় বৃষ্টির পরিমাণ বাড়বে। উত্তরবঙ্গে যদিও খুব বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে কয়েকদিন, জানাচ্ছে হাওয়া অফিস।

 

 

মৎস্যজীবীদের ১১ তারিখ পর্যন্ত মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। বুধবার ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলোতে, বিশেষ করে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনার সমুদ্র উপকূলে হাওয়ার গতিবেগ থাকবে ৪০ থেকে ৫০ কিলোমিটার।

 

 

এর ফলে পর্যটকদের সমুদ্রে নামতে নিষেধ করা হয়েছে। এই বৃষ্টিতে শুধুমাত্র দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে সামান্য বৃষ্টির ঘাটতি কমলেও দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি থেকেই যাচ্ছে।

See also  অভাবি বিক্রী বন্ধ করে শস্য গোলার চাষীদের ধান বিক্রীর জন্য কিষান মান্ডি মুখী হবার বার্তা দিলেন খাদ্যমন্ত্রী

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি