কৃষ্ণ সাহা ( রায়না ) :- রায়না থানার অন্তর্গত নাড়ুগ্রাম অঞ্চলের গোপালপুর গ্রামে শুরু হলো ঝাপান উৎসব।বিগত সত্তর বছর ধরে রীতিনীতি মেনে বছরের ঠিক এই সময়টাতেই ঝাপান উৎসব পালিত হয়ে আসছে গোপালপুর গ্রামে। বিগত দুবছর ধরে করোনা পরিস্থিতির কারণে ঝাপানের উৎসবে বেশ কিছুটা ভাটা পড়লেও এবছর আবারো সেই পূর্বের মত করে জাপান উৎসব পালিত হচ্ছে।
গোপালপুর গ্রামের ঝাপান উৎসবের মূল আকর্ষণ হলো সাপের খেলা দেখানোর সাথে সাথে মা মনসার পূজা। বিভিন্ন প্রান্ত থেকে এলাকায় বিষধর সাপ নিয়ে খেলা দেখাতে আসেন অনেক সাপুড়ে। সব মিলিয়ে তিনদিন ধরে চলে এই ঝাপান। সাংস্কৃতিক অনুষ্ঠানের সাথে সাথে চলে যাত্রাপালা। বৈদ্যনাথ হাজরা এবং পূর্ণ চন্দ্র সাঁতরা নামক দুই ব্যক্তি সর্বপ্রথম এই ঝাপান উৎসবের সূচনা করেন।
সেই থেকে গোপালপুর এলাকার সকল গ্রামবাসী মিলে একত্রিত হয়ে জাপান উৎসবকে আজও এগিয়ে নিয়ে যাচ্ছেন। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষ ঝাপান উৎসবে অংশগ্রহণ করে থাকেন। ঝাপানের একেবারে শেষ দিনে প্রায় ১০০০ জনের জন্য অন্নক্ষেত্রের আয়োজন করা হবে বলে জানালেন জনৈক গ্রামবাসী প্রভাস সাঁতরা।