আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

বিরোধী নেতার বাড়ির সামনে বিক্ষোভ যখন, তখন দিনহাটায় গুলিবিদ্ধ TMC কাউন্সিলরের স্বামী

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

রথীন রায় :- প্রায় একমাস ধরে উপ্তপ্ত এলাকা, তারপর গোদের উপর বিষফোঁড়া ! ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ! তৃণমূলের দাবি, বিজেপি নেতার বাড়ির ভিতর থেকে গুলি চালানো হয়েছে ! ফের রাজনৈতিক হানাহানিতে রক্ত ঝরল দিনহাটায় ! গুলিবিদ্ধ হলেন তৃণমূল কাউন্সিলের স্বামী ! গুলিচালনায় অভিযুক্ত বিজেপি নেতা অজয় রায় ! সম্প্রতি বিনা প্রতিদ্বন্দিতায় দিনহাটা পুরসভা দখল করেছে তৃণমূল, সেই আনন্দের রেশ কাটতে না কাটতেই গুলিবিদ্ধ হলেন তৃণমূল কাউন্সিলরের স্বামী !

তৃণমূলের তরফে জানানো হয়েছে, শনিবার উদয়ন গুহর ওপর হামলায় অভিযুক্ত অজয় রায়ের বাড়ির সামনে বিক্ষোভ দেখাচ্ছিলেন তৃণমূলকর্মীরা ! তখনই বাড়ির ভিতর থেকে গুলি ও বোমা ছোঁড়া হয় ! গুলি লাগে বিজু দাস নামে এক যুবকের দেহে, তিনি শহরের ৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মিঠু দাসের স্বামী ! রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন বিজু, তাঁকে উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় !

সেখান থেকে সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয় ! এব্যাপারে অভিযুক্ত বিজেপি নেতার প্রতিক্রিয়া পাওয়া যায়নি ! শহরের ১৬টি ওয়ার্ডের মধ্যে ১৩টিতে বিনা প্রতিদ্বন্দিতায় জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থীরা ! যা নিয়ে সমালোচনা শুরু হয়েছে তৃণমূলের অন্দরেই ! বিরোধীদের অবশ্য দাবি পদের দাবিদাওয়া নিয়ে গোষ্ঠীদ্বন্দ্ব তৃণমূলের অন্দরে, এ তো নিত্যদিনের ঘটনা !!

See also  দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা পৌরসভার ১৯নং ওয়ার্ডে একটি পুকুর ভরাটকে কেন্দ্র করে বিক্ষোভ দেখায় এলাকাবাসী

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি