আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

সিভিক ভলেন্টিয়ারের মানবিক মুখ রামপুরহাট শহরে

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now
সৌগত মন্ডল  ( রামপুরহাট ) :-
প্রায় তিন মাস যাবত লকডাউন আটকে পড়া ১বৃদ্ধ মহিলাকে হসপিটাল নিয়ে যান রামপুরহাটের ১ সিভিক ভলেন্টিয়ার।বৃদ্ধার নাম দ্রৌপদী কর্মকার ,বয়স প্রায় ৬৫ বছর। রামপুরহাট থানা কর্মরত সিভিক ভলেন্টিয়ার সিবায়ন ভট্টাচার্য্য জানাই, “ওই বৃদ্ধা লকডাউন এর আগে রামপুরহাটে এসেছিলেন এখন আটকে পড়ে। দীর্ঘদিন ধরেই স্টেশনেই দিন কাটান ।নানান স্বেচ্ছাসেবী সংস্থা ওনাকে খাবার দেন l

ওনার কিছু শারীরিক অসুবিধার জন্য আমি হসপিটালে ভর্তি করেছিলাম, আজ প্রায় আট দিন ধরে তিনি হসপিটালে রয়েছেন। বৃদ্ধার ঘাড়ে ব্যথা ও মাথায় ব্যথা হচ্ছিল বলে জানায় আমাকে ,এখন অনেকটাই সুস্থ বলে জানান ডাক্তারেরা। এই যে প্রায় আট দিন যাবৎ ওষুধ হসপিটাল থেকেই দেয়া হতো এবং যেগুলি পাওয়া যেত না সেগুলি আমি আমার নিজের পয়সায় থেকেই কিনে আনতাম।

সব সময় আমার আই .সি সাহেব সন্দীপন চ্যাটার্জি ও আমাদের এসডিপিও সাহেব সৌম্যজিৎ বড়ুয়া স্যার আমাকে সব সময় সাহায্য করেছেন । আমি ওনার ছবি ফেসবুকে আপলোড করি, তারপর ওনার ছেলের সঙ্গে আমার কথা হয়েছে ,ওনার ছেলে বলেছেন আমি দুদিনের মধ্যে মাকে নিতে যাবো । শিবায়ন সবশেষে এটাই জানাই আমি দেশসেবার কাজে নিজেকে নিযুক্ত হয়েছি সব সময় মানুষের পাশে থাকবো এটাই আমার লক্ষ্য।
See also  গলায় ধারালো অস্ত্রের কোপ বসিয়ে বধূকে খুন - গ্রেপ্তার স্বামী

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি