আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

আজ থেকে শুরু হলো ‘ সম্পর্কের ‘ প্রথম পথ চলা

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

কৃষ্ণ সাহা ( বর্ধমান ) :- গত 5 ই জুন ছিল বিশ্ব পরিবেশ দিবস। বিশ্ব পরিবেশ দিবসের দিন মেহগনি গাছ রোপনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল নতুন একটি স্বেচ্ছাসেবী সংস্থা “সম্পর্ক”। আজ থেকে শুরু হল তাদের প্রথম পথ চলা। পথচলার এই পূর্ণ দিবসে বর্ধমানে র একটি ইটভাটায় কর্মরত ৮০ জন কর্মীর জন্য খাবার নিয়ে হাজির হয়েছেন সম্পর্ক নামক স্বেচ্ছাসেবী সংস্থা সদস্যরা। করণা মহামারীর মধ্যে ইয়াস ঘূর্ণি ঝড়ের তাণ্ডব। সব মিলিয়ে সারা পশ্চিমবঙ্গের বেশ কিছু জায়গার অবস্থা একেবারে সংকটজনক।

এই মুহূর্তে রাজ্য এবং কেন্দ্র যৌথভাবে সাধারণ মানুষকে সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে নিয়ে যেতে কাজ করে চলেছেন। এরইমধ্যে স্বেচ্ছাসেবী সংস্থা গুলি সাধারণ মানুষকে উদ্ধারের চেষ্টায় নিজেদের উৎসর্গ করেছে। উপকূলবর্তী মানুষগুলোর পাশে দাঁড়ানোর পাশাপাশি সারা রাজ্যে বিভিন্ন প্রান্তে কখনো রক্তদান শিবির কখনো খাদ্য সামগ্রী বিতরণ এসবের মধ্যে দিয়ে নিজেদের কর্মকাণ্ড বিস্তৃত করতে চেষ্টা করছে স্বেচ্ছাসেবী সংস্থা গুলি।

একই ভাবে এবার শুরু হলো সম্পর্ক নামক স্বেচ্ছাসেবী সংস্থা টির নতুন পথ চলা। তাই আজ ইটভাটার শ্রমিক দের দুপুরের আহারের ব্যবস্থা করলেন সম্পর্ক নামক স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা। এখানেই শেষ নয় এছাড়াও রয়েছে তাদের বেশ কিছু প্রজেক্ট যেমন, অঙ্গসজ্জা, বিদ্যাংদেহি, কৃষ্টি, আরোগ্য প্রভৃতি। এমনটাই জানালেন সম্পর্ক নামক স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত বনানী সামন্ত।এছাড়া উপস্থিত ছিলেনসভাপতি আলোক বিশ্বাস ও সম্পাদক তারক নাথ অধিকারী।

 

 

See also  খণ্ডঘোষে দু'জনের দেহে করোনা আক্রান্তের পর ড্রোনের সাহায্যে নজরদারি শুরু করলো প্রশাসন

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি