শুভজিৎ ঘোষ , হুগলি :-
সরকারি নির্দেশ মেনে হুগলি জেলায় চালু হলো ফেরি পরিষেবা।সোমবার সকাল থেকে হুগলি জেলার কোন্নগর,শ্রীরামপুর সহ বিভিন্ন ফেরিঘাটগুলিতে সরকারি সকল নির্দেশ মেনে ফেরি পরিষেবা চালু হলো।ফেরিঘাটের কর্মীরা এদিন যাত্রীদের থার্মাল স্ক্রিনিং করে ফেরিঘাটে প্রবেশ করতে দেন।
সকল যাত্রীর মাস্ক ব্যবহার ছিল বাধ্যতামূলক।তবে ফেরি সার্ভিস চালু হওয়ার খুশি যাত্রীরা।