বলরাম সাহা ( খণ্ডঘোষ ) :- জনগণের উচ্ছ্বাস আর কর্মীদের আত্মবিশ্বাস মিলেমিশে যেন একাকার হয়ে গিয়েছে। আর সেই কারণেই রোদ গরম কিছুতেই যেন কিছু মনে হচ্ছে না। তাই প্রত্যেক দিন প্রচণ্ড রোদ আর উত্তাপকে মাথায় করেই প্রচারে বেরিয়ে পড়েছেন খণ্ডঘোষ বিধানসভার বিজেপি নেতৃত্ব। খণ্ডঘোষ বিধানসভার বিজেপির প্রার্থী বিজন মন্ডল জানান, “জয় আমাদের অবশ্যম্ভাবী। জয় হয়ে গেছে। মানুষ ঠিক করে নিয়েছে।”
এদিন প্রচারকার্যে বেরিয়ে খেজুরহাটি তে মায়ের পুজো দেওয়ার পর ওয়ারীতে বটুকেশ্বর দত্ত এর জন্ম ভিটেতে যে শ্রদ্ধাঞ্জলি দেন বিজন মণ্ডলসহ বিজেপি কর্মী সমর্থক রা। সেখানে গিয়ে দুর্দশা প্রত্যক্ষ করেছেন তাঁরা। বিজন মন্ডল এর দাবি, বটুকেশ্বর দত্ত স্মৃতি বিজড়িত জন্মভূমি দীর্ঘদিন ধরে অবহেলিত হয়ে এসেছে। সেখানে পর্যটনকেন্দ্র হওয়া উচিত। এদিন তিনি এবং তাঁর কর্মীসমর্থকরা একত্রিত হয়ে বাড়ি বাড়ি গিয়ে মানুষের কাছে হাতজোড় করে ভোট প্রার্থনা করেছেন। সারা জীবন পাশে থাকার আশ্বাস দিয়েছেন সকলের প্রিয় বিজন মাস্টার ওরফে বিজন মন্ডল।