আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

করোনা সংক্রমণের প্রভাব এবার রাখি ব্যবসায়

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

কৃষ্ণ সাহা

রোনা সংক্রমনের প্রভাব এবার রাখি ব্যবসায়। কবিগুরু রবীন্দ্রনাথের প্রচলিত এই রাখি পূর্ণিমা রাখি বন্ধন উৎসব বিগত বছরগুলোর মতন জমজমাট নেই। দোকানে বাজারে রাখি কেনার ভিড় দেখা যেত।এবছর সকলে করোনা সংক্রমণের কারণে সামাজিক দূরত্ব বজায় রাখতেই ব্যস্ত।

রাখির উপযুক্ত যোগান যেমন কম তেমনই চাহিদাও কম। পূর্ব বর্ধমান জেলার রায়না দু’নম্বর ব্লকের উচালন গ্রামের এক রাখি ব্যবসায়ী জানালেন, রাখির পরিবর্তে দোকানে দোকানে মাস্ক এর বিক্রি এবং চাহিদা,দুটোই বেশি। বিগত আঠেরো উনিশ বছর ধরে রাখির ব্যবসা করছেন তিনি।

এই বছরই প্রথম রাখি বিক্রিতে ভাটা পড়ে গিয়েছে।পাঁচ,দশ থেকে শুরু করে নব্বই একশো টাকা দামের রাখি রয়েছে তার কাছে। তবে অন্যান্য বছরের তুলনায় রাখি বিক্রি যথেষ্ট কম। ভাই বোনের মেলবন্ধনে আজ সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে হচ্ছে করোনা সংক্রমণের ভয়ে।

See also  কোলাঘাট থেকে সংবর্ধনা গেল চন্ডিপুর করোনা হাসপাতালে।।

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি