আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

পরকীয়ার জেরে যুগলের আত্মহত্যার চেষ্টা

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

কৃষ্ণ সাহা ( উচালন ) :- 

পরকীয়ার জেরে যুগলের আত্মহত্যার চেষ্টা। ঘটনা পূর্ববর্ধমানের মাধবডিহিতে। সোমবার মাধবডিহির উচালন গ্রামের সেচখালের পাড়ে দু’জনকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।উচালনের দিঘির পাড়ে থাকা লোকজনের প্রথমে চোখে সেচখালের ধারে কৃষি জমিতে অচেতন অবস্থায় পড়ে আছে একজন মহিলা ও পুরুষ।
প্রত্যক্ষদর্শী শেখ মিরাজ জানান মাঠে পড়ে থাকা দু’জনেরই মুখ থেকে ফেনা বেরোচ্ছিল। স্থানীয়দের অনুমান তারা হয়তো গরল জাতীয় কিছু খেয়েছে।তারাই পুলিশে খবর দেয়।

বিবাহ বহির্ভূত সম্পর্কের টানাপোড়েনের জন্যই তারা আত্মহত্যার চেষ্টা করে।তারা দু’জনেই বিবাহিত। তরুণীর বাড়ি জেলার খণ্ডঘোষে।আর তরুণের বাড়ি মাধবডিহিতে। দু’জনের মধ্যে বেশ কিছু দিন আগে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে । বিবাহিত দু’জনেই, ফলে তারা আত্মহত্যার পথ বেছে নেয়।
মাধবডিহি থানার পুলিশ ও স্থানীয় বাসিন্দারা তাদের দু’জনকে উদ্ধার করে হুগলির আরামবাগ হাসপাতালে পাঠায় । এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।মাধবডিহি থানার পুলিশ তদন্ত শুরু করেছে।

 

See also  জোর কদমে পুজো প্রস্তুতি চলছে ভাতারের সাহেবগঞ্জ বাসস্ট্যান্ড আমরা কজন পরিচালনায়।

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি