উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর : সামনে বিধানসভার নির্বাচন। আর তার আগে রাজ্যের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় একাধিক উন্নয়ন মূলক কাজ চলছে।সোমবার জয়নগর দু’নম্বর পঞ্চায়েত সমিতির অর্থে জয়নগর দু’নম্বর ব্লকের সাহাজাদাপুর গ্রাম পঞ্চায়েতের বাঘমারী ২১৮ নম্বর বুথে সবেদালি মোল্লার বাড়ির পাশে এক কিলোমিটার রাস্তার কংক্রিট ঢালায়ের উদ্বোধন হয়ে গেল।
উদ্বোধনে উপস্থিত ছিলেন জয়নগর ২ নং পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি মোনাজাত আলী খান,জয়নগর ২ নং পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ওয়াহিদ মোল্লা, সাহাজাদাপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান পান্নালাল বৈদ্য , পঞ্চায়েত সদস্য মোরসেলিম মোল্লা ,আব্দুল্লাহ সরদার সহ আরো অনেকে।এই রাস্তাটি কংক্রিটের হওয়ায় এলাকার মানুষ আরও বেশি উপকৃত হবে এবার।








