আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

“ভোটার তালিকা নিয়ে বিভ্রান্তি ও দেশের নিরাপত্তা সংকটে কমিশন ও কেন্দ্র দায়ী”— পূর্ব বর্ধমান জেলা পরিষদ অধ্যক্ষের বিস্ফোরক অভিযোগ

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

টেলিভিশনের টক শো নয়, মানুষের পাশে দাঁড়ানোই রাজনীতির আসল পরিচয়—এমনই বার্তা দিয়ে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের অধ্যক্ষ ও তৃণমূল নেতা মোহাম্মদ অপার্থিব ইসলাম। তাঁর কথায়, “জনতাই আসল। আর সেই জনতার পাশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দৃঢ়ভাবে আছেন। বাংলার ঐক্যের কাছে বিজেপির অশ্বমেধের ঘোড়া বারবার আটকে যাবে”।

বিহারের নির্বাচনী ফলাফল ও SIR কেন্দ্রিক বিতর্ক উল্লেখ করে নির্বাচন কমিশনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনেন তিনি। অপার্থিব ইসলাম বলেন, “কোনো প্রস্তুতি ছাড়াই কমিশন ভোটার তালিকার নিবিড় সংশোধন শুরু করায় একের পর এক বৈধ ভোটারের নাম বাদ পড়ছে। প্রত্যন্ত এলাকার নিরীহ মানুষ ভিটেমাটি হারানোর আতঙ্কে কাঁপছেন। এই আতঙ্ক থেকেই রাজ্যে আত্মহত্যার মতো মর্মান্তিক ঘটনাও ঘটছে”।

তিনি আরও বলেন, “কমিশনের এই বিভ্রান্তিমূলক আচরণ বাংলা সহ্য করবে না। দ্রুত সুরাহা করতে হবে। মানুষের জীবন নিয়ে খেললে আগামী দিনে আরও বড় আন্দোলন গড়ে উঠবে”।

দেশের নিরাপত্তা নিয়েও কড়া মন্তব্য করেন অপার্থিব ইসলাম। তাঁর দাবি, “দেশের শান্তি ও নিরাপত্তা রক্ষায় অমিত শাহ বারবার ব্যর্থ হচ্ছেন। তাঁর উপর থেকে মানুষের আস্থা উঠে গিয়েছে। তাই তাঁর এখনই স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়া উচিত। ভারত একজন যোগ্য স্বরাষ্ট্রমন্ত্রী চায়—যিনি সত্যিকারের অর্থে দেশের নাগরিকদের নিরাপত্তা দিতে সক্ষম। তৃণমূল কংগ্রেস দেশবাসীর সেই দাবিই তুলে ধরছে”।

শেষে বিজেপিকে কটাক্ষ করে অপার্থিব ইসলাম বলেন, “মিথ্যের বাজারে বিজেপি সেরা, কিন্তু তথ্য বলে—বাংলা এগোচ্ছে”।

See also  রায়নায় রহস্যজনক মৃত্যু দুই গ্যারেজ কর্মীর

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি