ত্রিপুরায় তৃণমূল কর্মীদের আহতদের দেখতে ফের এসএসকেএম হাসপাতালে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন হাসপাতাল থেকে বেরিয়ে বিজেপি সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন ত্রিপুরায় কর্মসূচি পালন করতে গিয়ে তৃণমূল ছাত্র নেতাদের আহতের মধ্যে পড়তে হয়েছে, যারা আক্রান্ত হয়েছেন তাদের গ্রেপ্তার করা হয়েছে।
বাইরে থেকে কেউ গেলে তাদের গ্রেফতারের মুখে পড়তে হচ্ছে। কিন্তু আমরা পিছু হটবো না। আমরা দেখে নেবো। এ লড়াই জারি থাকবে। সেই সঙ্গে হাসপাতাল এসেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ জয়া কে ছেড়ে দেওয়া হবে। বিজেপি সরকার সংবাদমাধ্যমের মুখ বন্ধ করার চেষ্টা চলছে। বিজেপি যা ইচ্ছে হচ্ছে তাই করে যাচ্ছে।