আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

নিরাপদে বর কে কণের বাড়ির কাছা কাছি পৌছে দিয়ে পথেই মৃত্যুর কোলে ঢলে পড়লো বরের গাড়ির চালক

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

প্রদীপ চট্টোপাধ্যায় ও সুদীপ্ত দত্ত ( বর্ধমান ) :- শরীর অসুস্থ ছিল ঠিকই । তবুও নিরাপদে বরকে কণের বাড়ি পৌছে দেওয়ার কথা দিয়ে কথার খেলাপ করেননি গাড়ি চালক কুশ বাউল দাস (৪৭)। বিয়ের লগ্ন বয়ে যাওয়ার আগেই নিরাপদে বর বাবাজীবনকে কণের বাড়ির কাছাকাছি পৌছে দিয়ে গাড়িতেই তিনি মৃত্যুর ঢলে পড়লেন । মর্মান্তিক এই ঘটনাটি সোমবার রাতে ঘটেছে ২ নম্বর জাতীয় সড়কে পূর্ব বর্ধমানের মেমারি থানার পালসিট সংলগ্ন এলাকায় । কণে বাড়িতে সেই খবর পৌছাতেই সবাই হকচকিয়ে যান ।তবে শুভ লগ্নেই সম্পন্ন হয়েছে বর ও কণের চার হাত এক হওয়া ।মঙ্গলবার কণেকে নিয়ে বর বাবাজীবন যখন হুগলীর পোলবায় নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা হন ঠিক সেই সময়েই ময়নাতদন্তের জন্য কুশ বাউলের মৃতদেহ পৌছালো বর্ধমান হাসপাতাল পুলিশ মর্গে ।কুশ বাবুর আকস্মিক এই মৃত্যুর ঘটনায় শোকাতুর হয়ে পড়েছেন তাঁর পরিজনরা ।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে বর দেবজিত সিনহার বাড়ি হুগলী জেলার পোলবা থানার পোলবা গ্রামে । পূর্ব বর্ধমানের শক্তিগড় থানার বড়শুল নিবাসী তরুণী সৌমি পালের সঙ্গে সোমবার রাতের লগ্নে দেবজিতের বিবাহ
নির্দিষ্ট হয়েছিল । সেই মতো পোলবা নিবাসী পেশায় গাড়ি চালক কুশ বাউল দাস নির্দিষ্ট
সময়ের মধ্যেই সুসজ্জিত গাড়িতে বর দেবজিতকে চাপিয়ে নিয়ে পোলবার বাড়ি থেকে বড়শুলের উদ্দেশ্যে রওনা হন । জাতীয় সড়ক ধরে দীর্ঘ পথ পেরিয়ে এসে বড়শুলের খানিকটা পথ আগে গাড়ি চালক শারীরিক অসুস্থতা অনুভব করেন । কোন রকমে জাতীয় সড়কের ধারে গাড়ি দাঁড় করিয়ে দিয়ে কুশ বাবু বরকে বলেন তাঁর শরীর ভীষণ খারাপ লাগছে ।বর বাবাজীবন সহ গাড়িতে থাকা অন্যরা কি করবেন বুঝে ওঠার আগেই গাড়ির স্টিয়ারিংয়ে উপরে ঢলে পড়েন চালক কুশ বাউল । বর বাবাজীবন তড়ি ঘড়ি বিষয়টি কণে বাড়িতে জানান। কণে বাড়ির লোকজন অন্য দুটি গাড়ি নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছান । একটি গাড়িতে বরকে চাপিয়ে নিয়ে কণে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যান কয়েকজন । অপর গাড়িতে কুশ বাউলকে চাপিয়ে নিয়ে কণে পরিবারের অন্য লোকজন বড়শুল হাসপাতালে পৌছে যান । কিন্তু শেষ রক্ষা হয় নি।চিকিৎসক কুশ বাউল দাসকে মৃত বলে ঘোষনা করেন ।


মৃতের সম্পর্কে ভাইপো হৃদয় ঘোষ এদিন বর্ধমান হাসপাতাল মর্গের সামনে দাঁড়িয়ে বলেন, গাড়ি চালিয়েই জীবন জীবিকা নির্বাহ হত তাঁর কাকা কুশ বাউল দাসের।বাড়িতে তাঁর স্ত্রী ও দুই পুত্র সন্তান রয়েছে । বরকে কণে বাড়িতে পৌছে দেওয়ার জন্য সন্ধ্যার আগে গাড়ি চালিয়ে পোলবা থেকে রওনা হয়েছিল তাঁর কাকা । হৃদয় ঘোষ বলেন ,‘বরের বাড়ির লোকজন মাধ্যমে রাত ৮টা নাগাদ তিনি তাঁর কাকার অসুস্থ হয়ে পড়ার খবর পান । সেই খবর পেয়েই তিনি ও পরিবারের অন্যরা বড়শুল হাসপাতালের উদ্দেশ্য রওনা দেন। রাত ১০ টা নাগাদ বড়শুল হাসপাতালে পৌছে চিকিৎসকের কাছে জানতে পারেন তাঁর কাকা কুশ বাউল দাস মারা গিয়েছেন’ । হৃদয় ঘোষ বলেন , তাঁর কাকার এমন আকস্মিক মৃত্যুতে মহা বিপদে পড়ে গেল তার পরিবার । মৃতর বড় ছেলে অজয় বাউল দাস বলেন ,“তাঁর বাবা মাস খানেক আগে অসুস্থ হয়ে পড়েছিল । চিকিৎসার পর সুস্থ হয়ে ফের তিনি গাড়ি চালানো শুরু করেন । তবে এদিন গাড়ি চালাতে চালাতে অসুস্থ হয়ে পড়ে তাঁর বাবা যে গাড়িতেই মৃত্যুর কোলে ঢলে পড়বেন তা তাঁরা কল্পনারও করতে পারেন নি । “

See also  ক্যারাটে এ্যাসোসিয়েশনের টেকনিক্যাল ডিরেক্টর সিহান কাতসুতোসি সিনহা আসছেন বর্ধমানে

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি